Monday, August 25, 2025

কক্সবাজারের রামুতে প্রাইভেট কার মারছা গাড়ি সংঘর্ষে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪ জন।

 


মোঃ  নুরুল হাকিম 

রামু প্রতিনিধি 


রোববার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর  স্বপ্নতরী পার্কের সামনে এঘটনা ঘটে।


আহত প্রাইভেট কার ড্রাইভার জানান, 

ব্যারিস্টার ইয়াসিন আহমেদ (৩৫)

পরিবারের সদস্যদের নিয়ে 

ঢাকা উত্তরা থেকে ভ্রমণের  উদ্দেশ্যে আসার পথে কক্সবাজার চকরিয়া পর্যন্ত প্রাইভেট ড্রাইভার জসিম উদ্দিন (৩০) গাড়ি চালান। 

চকরিয়া আসার পর ব্যারিস্টার ইয়াসিন আহমেদ চকরিয়া থেকে রামু ঘটনাস্থল উপজেলা রশিদ নগর স্বপ্ন তরী পার্ক সড়ক দুর্ঘটনা পর্যন্ত  সড়ক দুর্ঘটনা পর্যন্ত  প্রাইভেট কার চালাচ্ছিলেন।


কিছু বুঝে ওঠার আগে হঠাৎ প্রাইভেট কারের গতি নিয়ন্ত্রণ হারিয়ে মারছার সামনে    চলে গেলে ঘটনাস্থলে ব্যারিস্টার ইয়াছিন আহমেদ  (৩৫) শিশু ইয়াজান বয়স (৩)  পিতাপুত্র নিহত হয়। 

প্রাইভেট কার ড্রাইভার জসিম উদ্দিন প্রতিবেদককে জানান

ঢাকা ৪৯ যাত্রাবাড়ী 

মরহুম মনির আহম্মদ ছেলে 

ব্যারিস্টার ইয়াসিন আহমেদ (৩৫)

আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আলিফ লায়লা( ২৮)

ডাঃ সুমাইয়া (২৫)

মা সালাম বেগম (৫০) গুরুতর আহত অবস্থায় আইসিওতে রাখা হলে সেখানে মায়ের মৃত্যু হয়।

 

এদের মধ্যে ডাঃ সুমাইয়াকে আশঙ্ক জনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে কক্সবাজার ঈদগাও পৌঁছালে ডাঃ সুমাইয়া মৃত্যু বরণ করেন।


নিহতের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছিল। 

২৫ আগস্ট রোজঃ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিহতের কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গ ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।


শেয়ার করুন