কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ০১ জন সাজা পরোয়ারানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার।
জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে জনাব অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ মহোদয়ের সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তার-ই প্রেক্ষিতে অদ্য ২০/০৪/২০২৫ খ্রিঃ: জনাব মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, চকরিয়া থানা মহোদয়ের এর তত্ত্বাবধানে, ফরহাদ রাব্বি ইষান, এএসআই/নিঃ আব্দুল মমিন, এএসআই/নিঃ পারভেজ মাহামুদ এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় কক্সবাজার চকরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পারি সাজা-১১/২০১৩ এর আসামী-মোঃ আবুল হোসেন প্রকাশ একবাম, পিতা-মোঃ নজির আহমদ, সাং-ভাংগা পাড়া ,৯ নং ওয়ার্ড় ফাঁসিয়াখালী, থানা-চকরিয়া, জেলা –কক্সবাজারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
খবর বিভাগঃ
চকরিয়া