Monday, January 19, 2026

চট্টগ্রাম সীতাকুগুে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

 

বিশেষ প্রতিবেদনঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোতালেব র‍্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানের সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন এবং অন্তত তিনজন সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে নিরাপত্তা বাহিনীর বরাতে জানা গেছে। 

তাঁদের উদ্ধারে অত্র এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে।


শেয়ার করুন