Friday, January 16, 2026

পারপরমেন্স করে ট্রায়ালে টিকে স্বপ্ন পুরণের পথে এগিয়ে যেতে চাই মগনামা এলিট ফুটবল একাডেমির খেলোয়াড় সামিরয়াড় সামির



​ক্রীড়া প্রতিবেদক-খোরশেদুল ইসলাম

পেকুয়া উপজেলার অন্যতম সেরা ক্লাব পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি-এর ট্রায়ালে অংশগ্রহন হয়ে চমক দেখিয়েছেন তরুণ ফুটবলার সাকিবুল হাসান রিদান সামির। গতকাল ১৫ জানুয়ারি দুপুর ১ টা থেকে চলা কঠোর বাছাই প্রক্রিয়া শেষে বিকাল ৫ টায় শেষ হয়।

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামির বলেন, "এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ। ছোটবেলা থেকেই পেকুয়া উপজেলা ফুটবল একাডেমিতে খেলার স্বপ্ন দেখতাম। নিজের মগনামা এলিট ফুটবল একাডেমিতে কঠোর পরিশ্রমের ফল আজ প্রাথমিকভাবে হাতে পেলাম।ইনশআল্লাহ নিজের যোগ্যতা দিয়ে চুড়ান্ত তালিকায় স্হান করে নিবো।" উল্লেখ্য যে, ট্রায়ালে পুরো পেকুয়া উপজেলা থেকে আসা প্রায় ২০০ এর অধিক ফুটবলারের মধ্যে প্রাথমিক তালিকায় স্হান করে নিয়েছে সে।

পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির সাধারন-সম্পাদক আইয়ুব বলেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি আয়োজিত 'ভবিষ্যৎ ফুটবল তারকা' ট্রায়াল আজ বিকাল ৪ টায় শেষ হয়েছে। এই ট্রায়ালের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায় থেকে সেরা ডিফেন্ডার, মিডফিল্ডার এবং স্ট্রাইকার খুঁজে বের করার চেষ্টা করেছি।
 
​পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির সভাপতি আহম্মেদ শফি বলেন-প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের থেকে আগামী ২৫ জানুয়ারি চুড়ান্তভাবে বাচাই করা হবে। একাডেমি কাপ চ্যাম্পিয়নশীপ অনুর্ধ-১৪ টুর্ণামেন্টের জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে একটা শক্তিশালী টিম গঠন করা হবে।

শেয়ার করুন