Thursday, January 15, 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধিঃ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজাখালী সিকদার পাড়া চৌ- রাস্তার মাথা সংলগ্ন অনুষ্ঠিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার আবু জাফর এম এ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোছাইন।

রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর, জিয়াউল হক জিয়া, হাজী আক্তার, মাষ্টার জাকের হোছাইন, রাজাখালী ইউনিয়ন ওলামা দলের আহবায়ক মাওলানা মুহাম্মদ হোছাইন।

এছাড়াও রাজাখালী ইউনিয়ন ৩নং ওয়ার্ড় বিএনপির সভাপতি নুরুল কাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ, ৩নং ওয়ার্ড় যুবদলের সভাপতি মোহাম্মদ মোফাচ্ছেল হকসহ প্রমূখ। 

খতমে কুরআন ও দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের জন্য তার ত্যাগ ও আপসহীন ভূমিকার কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।


শেয়ার করুন