Sunday, January 11, 2026

পেকুয়ায় বিএনপি নেতার বসতঘরে তালা দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ


পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বসতঘরে তালা লাগিয়ে তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

গত ৫ জানুয়ারি উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া হোছাইনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিলখালী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিদুয়ানুল হক জানান , তার পিতা মৃত বদিউল আলম দীর্ঘ ১৬ বছর ধরে ওই বাড়িটিতে বসবাস করেন। পিতার মৃত্যুর পর রিদুয়ানুল হক বর্তমানে ৬ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চক্র ও মাঝের ঘোনা এলাকার মৃত করিমদাদ এর পুত্র ছরওয়ার উদ্দিন জোর পূর্বক হঠাৎ করে তার বসতঘরের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম ভোগান্তির শিকার হন। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে না পেরে তারা দীর্ঘ সময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। 

তিনি আরও বলেন, ছরওয়ার উদ্দিন জমি 

ক্রয় করেছে ৪২৪৬ দাগ কিন্তু ৪২৪৪ দাগে এসে জোর করে আমার বসতঘরে তালা লাগিয়ে দখল নিতে উঠে পড়ে লেগেছে। কিন্তু জোর পূর্বক ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব আসহাব উদ্দিন ও যুগ্ন আহবায়ক এমইউপি আবুল কালাম মিলে একপক্ষীয় একটি রায় প্রদান করে তাকে। সেখানে আমাকে বাদী বানানো হয়েছে,অথচ আমি নিজেও জানি না।

এ বিষয়ে অভিযুক্ত ছরওয়ার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আমি তাকে ভাড়া দিয়েছি। কিন্তু সে এখন নিজের দাবী করতেছে। তাই আমি তালা লাগিয়েছি।

পেকুয়া উপজেলা বিএনপির এক নেতা বলেন,এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। একজন রাজনৈতিক নেতার বাড়িতে তালা দিয়ে অবরুদ্ধ করা চরম মানবাধিকার লঙ্ঘন। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এঘটনায় ভুক্তভোগী রিদুয়ানুল হক বাদি হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার ভূমি ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, অভিযোগের বিষয়ে তারা অবগত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন