নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া ফোরকান হাসপাতালে অতর্কিত হামলা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারী রাত সাড়ে নয়টায় পেকুয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফোরকান হাসপাতালের এমডি ফোরকান বলেন, মগনামার মগঘোনার বাসিন্দা ডা.নুরুল আনোয়ারের ছেলে রিদুওয়ানুল হক হাসপাতালে ভিতরে ঢুকে আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
হাসপাতালের নিচের তলায় ফার্মেসীতে বসে থাকা অবস্থায় রিদুয়ান অজ্ঞাত পরিচয়ে ৫/৬জন লোক সহ এসে অতর্কিত হামলা চালায় এসময় রিদুয়ান ফোরকানের গলায় মাপলার প্যাচিয়ে স্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে।
শনিবার বিকাল ৩.৪৫ মিনিটে রিদুওয়ানুল হকসহ ৪ জন এসে এ ঘটনা ঘটায়।
হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মো: ফোরকান উদ্দিন আরো বলেন, হামলাকারী রিদুয়ান তার আপন জেঠাত ভাই। তার সাথে মাসিক লভ্যাংশ প্রদানের চুক্তিতে টাকা নিই। প্রায় দুবছর পর্যন্ত মাসিক লভ্যাংশ প্রদান করি। সাময়িক আর্থিক সংকটে পড়লে লভ্যাংশ না দিয়ে মূল টাকা পরিশোধের জন্য একটি সমঝোতা হলে কয়েকটি কিস্তি পরিশোধ করার পর কিছু কুচক্রী মহলের ইন্দনে ফোরকান হাসপাতালের সুনাম ক্ষুন্ন করতে সন্ত্রাসী হামলা করেছে। তার সাথে আমার লেনদেন ব্যক্তিগত কিন্তু কেন যৌথ মালিকানার প্রতিষ্ঠানে এসে হামলা করে অপপ্রচার করছে।
এব্যাপারে তিনি আইনী প্রদক্ষেপ নিবেন বলে জানান।
পেকুয়ায় ফোরকান হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা নুরুল কাদের বলেন রিদুয়ান পারিবারিক পর্যায়ের লেনদেনের বিষয়ে সন্ত্রাসী ও চাদাবাজদের একটি কুচক্রী মহলের ইন্দনে হাসপাতালের অতর্কিত হামলাকরে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ফোরকান হাসপাতাল একটি যৌথ মালিকানার একটি প্রতিষ্ঠান এখানে কেন হামলা কেন অপপ্রচার প্রশাসন ও এলাকাবাসীর কাছে তদন্ত করে দেখার আহবান জানাচ্ছি।





