Wednesday, January 7, 2026

পেকুয়ায় চুরি হওয়া মোবাইল উদ্ধার, প্রবাসীর বাড়িতে হামলা


পেকুয়া প্রতিনিধি। 

কক্সবাজারের পেকুয়ায় চুরি হওয়ার প্রায় পঁচিশ দিন পর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নেতৃত্বে সৌদি প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায়। এ ঘটনায় পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর গভীর রাতে পশ্চিম পাড়ায় সৌদি প্রবাসী রেজাউল করিমের বাড়িতে চুরি সংঘটিত হয়। এসময় তিনটি মোবাইল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।


রেজাউল করিমের স্ত্রী পারভিন আক্তার বলেন, ৫ ডিসেম্বর গভীররাতে বাড়িতে চোর ঢুকে তিনটি মোবাইল ও গরু বিক্রির নগদ এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ব্যাপারে তিনি গত ১৬ ডিসেম্বর পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (৬৬৯/২৫) করেন। পেকুয়া থানা পুলিশ ৩১ ডিসেম্বর চুরি যাওয়া একটি মোবাইল প্রতিবেশী জিয়াউর রহমান নামে এক সিএনজি ড্রাইভারের কাছ থেকে উদ্ধার করেন। তিনি একই এলাকার আফজালুর রহমানের পুত্র।


ভুক্তভোগী পারভীন অভিযোগ করে বলেন, তিনটি মোবাইলের মধ্যে একটি মাত্র মোবাইল উদ্ধার করতে পেরেছি। এখনও টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করে আরও বলেন, যার কাছ থেকে পুলিশ মোবাইল উদ্ধার করেছে তিনি ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন স্বজন নিয়ে (৬ জানুয়ারি) মঙ্গলবার সন্ধায় আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা ইট,পাটকেল ছোঁড়ে ঘেরাবেড়া নষ্ট করে ফেলে। এদিকে সৌদি প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় পেকুয়া থানা পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। 


পেকুয়া থানার উপপরিদর্শক (এএস আই) ফরিদ মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। দুপক্ষকে নিয়ে থানায় বসেছি। দু'পক্ষের মাঝে উত্তেজনা দেখে কাঁদা ছোড়াছুড়ি করতে নিষেধ করা হয়েছে।


শেয়ার করুন