Friday, November 14, 2025

বাঁশখালীকে ৪-৩ ব্যবধানে হারিয়ে মগনামা এলিট ফুটবল একাডেমির শুভ সূচনা


 নিজস্ব প্রতিবেদক 

মটকা ভাঙ্গা মায়ের দোয়া ভাই ভাই আদর্শ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মোকাবিলা করে নাপোড়া ফুটবল একাদশ বাঁশখালী বনাম মগনামার জনপ্রিয় ফুটবল ক্লাব মগনামা এলিট ফুটবল একাডেমী।

উদ্বোধনী ম্যাচের শুরুর ১০ মিনিটে মগনামা এলিট ফুটবল একাডেমির মাঝ মাঠের প্রাণভোমরা নবীর হোসেন গোলে এগিয়ে যায়।খেলার শেষ পাঁচ মিনিটে বাঁশখালী গোল পরিশোধ করলে খেলা ১-১ গোলে ড্র হয়।ট্রাইবেকারে মগনামা এলিট ফুটবল একাডেমী ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে।

একটা ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মগনামা এলিট ফুটবল একাডেমির দুর্দান্ত উইঙ্গার কক্সবাজার জেলা দলের অনূর্ধ্ব ১৭ ফুটবল প্লেয়ার জিদান।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন মটকা ভাঙ্গার দুরন্ত ফুটবলার আফসার।

মগনামা এলিট ফুটবল একাডেমির অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত একাডেমীর পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য জনাব ফয়জুল করিম মিয়া,খোরশেদুল ইসলাম,খোকন,ওমর সালেহ মাহি।

উক্ত উদ্ভোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন একসময়ের মগনামার জনপ্রিয় ফুটবলার,বর্তমানে মগনামা ইউ পি সদস্য জনাব নুর মোহাম্মদ।


শেয়ার করুন