নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন মগঘোনা গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য মোরশেদুল ইসলাম একজন ক্রীড়াপ্রেমি মানুষ, যেখানে বর্তমান জেনারেশনের মানুষ পরিবারকে সময় দিতে পারে না এই ক্রীড়াপ্রেমি মানুষটা ফুটবল খেলার জন্য চাকরির পাশাপাশি নিজেকে খেলার মাঝে বিলিয়ে দিচ্ছে।
বর্তমান যুবসমাজ মোবাইলে বিভিন্ন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে তার থেকে যেন ফুটবল খেলার মাধ্যমে খারাপ কাজ থেকে এগিয়ে আসে।
জার্সি স্পন্সর করেছেন করেছেন,ফারিয়া ফ্যাশন জেন্টস ও লেডিস কর্নার, দোকান নাম্বার ১৫ নিচতলা পশ্চিম পার্শ্বে এস,ডি সিটি সেন্টার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার,পেকুয়া কক্সবাজার।
সরকারি চাকরির পাশাপাশি নিজেকে বিলিয়ে দিচ্ছে ফুটবলের উন্নয়নে এবং বিভিন্ন সামাজিক কাজে, নিজস্ব অর্থায়নে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন ফুটবল একাডেমি।এলাকার ছেলেদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার আয়োজন করে নিজ এলাকা ছাড়িয়ে সারা বাংলাদেশে অন্তত সুনাম অর্জন করেছেন।এছাড়াও তিনি পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
উনার দায়িত্বে মগনামা খেলোয়াড় সমিতি ফুটবল টিম অনেক বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন ট্রপি অর্জনে অংশীদার হয়েছে।
মগনামা এলিট ফুটবল একাডেমির অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ নুরুল আমিন বলেন,একমাত্র খেলাধুলায় পারে যুব সমাজকে সকল প্রকার অনলাইন জুয়া,নেশা এবং অন্যান্য খারাপ কাজ থেকে বিরত রাখতে।
উক্ত অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন রাজাখালী ফয়জুন নেসা স্কুল এন্ড কলেজের প্রভাসক মাইনুদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পেকুয়া এসডি সিটি সেন্টারের ফারিয়া ফ্যাশন জেন্স এন্ড লেডিস -এর স্বত্বাধিকারী জনাব খোরশেদুল ইসলাম।
মগনামায় ফুটবল একাডেমি প্রতিষ্টা করে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করায় মগনামা এলিট ফুটবল একাডেমির প্রতিষ্টিত পরিচালককে আমন্ত্রিত অতিথিগন ধন্যবাদ ও সাধুবাদ জানায়।





