কারাগারে বসে শীর্ষ সন্ত্রাসীদের চট্টগ্রামের অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ অনেক পুরনো। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমীন। এমন অভিযোগের প্রমাণ মেলায় সাজ্জাদকে রাজশাহী কারাগারে এবং তার স্ত্রী তামান্না শারমীনকে ঢাকা বিশেষ (মহিলা) কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি দৈনিক পেকুয়ার আলোকে নিশ্চিত করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।
এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা পর্যালোচনা করে দেখেছি ‘সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান’ ছাড়া তার অস্ত্র ভাণ্ডারে হাত দেওয়া এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। সাজ্জাদ তার সহযোগীদের পাহাড়ে নিয়ে অস্ত্র চালনায় দক্ষ হিসেবে গড়ে তুলেছে বলেও জানান তিনি।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে। কারণ বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশ এলাকায় আগে থেকেই আছে বিদেশে পলাতক আরেক শীর্ষ সস্ত্রাসী সাজ্জাদ আলীর সাম্রাজ্য। আন্ডার ওয়ার্ল্ডে একই নামে দুই সাজ্জাদ হওয়ায় একজন সাজ্জাদ আলী, আরেকজন ছোট সাজ্জাদ নামে পরিচিতি পায়। বুড়ির নাতি সাজ্জাদের বিরুদ্ধে ২০২৪ সালের ২৯ আগস্ট রাতে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিসকে হত্যার অভিযোগ আছে। ২১ অক্টোবর প্রকাশ্যে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ।





