নিজস্ব প্রতিবেদক
আজ ভোর ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৫ নং সোনাইছড়ী ইউপির ৭নং ওয়ার্ড নতুন পাড়া পাইয়াঝিড়ি রাবার বাগানের মধ্যে রাবারের কস সংগ্রহ করাকালীন সময় ভিকটিম আব্দুল হক (৪০) পিতা: মৃত মিনাজ উদ্দিন সাং- পূনঃবাসন পাড়া ৮নং ওয়ার্ড ০২ নং বাইশারী ইউপি, থানা: নাইক্ষ্যংছড়ি জেলা: বান্দরবান হাতির আক্রমনে মারা ঘটনাস্থলে মারা যান।
খবর বিভাগঃ
চট্টগ্রাম
নাইক্ষ্যংছড়ি
বান্দরবান





