হাইকোর্টের আদেশে চকরিয়ার বদরখালী ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছিলেন নুরে হোসাইন আরিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আদেশের এক ঘণ্টার মাথায় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউপি চেয়ারম্যান পদে পুনর্বহালের আদেশ দিয়েছিলো উচ্চ আদালত।
এর আগে ৩০ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মো: সালা্হউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হয়।
এরপর চেয়ারম্যান পদ ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন নুরে হোসাইন আরিফ।
ওই রিট পিটিশনের আদেশে আজ মঙ্গলবার নুরে হোসাইন আরিফের চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।বিষয়টি নিশ্চিত করেন আরিফের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তার মৃত্যুতে এই আইনজীবী তার ফেইসবুক পোস্টে লিখেছেন।