Sunday, March 30, 2025

মগঘোনা তরুন প্রজন্মের ইফতার আয়োজন


কক্সবাজারের পেকুয়ায় মগনামা মগঘোনা তরুন প্রজন্মের  উদ্যোগে তরুণদের সম্মানে শেষ রোজাকে স্বরণীয় করে রাখতে সমুদ্র পাড়ে ইফতার  পাটি আয়োজন করা হয়েছে। আজ রবিবার মগনামা ঘাটস্থ এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন
 "দৈনিক পেকুয়ার আলোর সম্পাদক,খোরশেদুল ইসলাম।
বাংলাদেশ পুলিশ এর গর্বিত সদস্য, কাশেম উদ্দিন। 
বাংলাদেশ পুলিশ এর সদস্য শফিকুর রহমান।
সেনাবাহিনীর সদস্য জোনাইদুল ইসলাম।
প্রবাসী নাছির উদ্দিন।
প্রবাসী সাকিব খান।
ব্যবসায়ী জিসান আহমেদ। 
ব্যবসায়ী সাখাওয়াত, মিজান,ওমর সালেহ রাফি,মফিজুল,ওয়াসিফ, পারভেজ, আল মেহেদী প্রমুখ।



শেয়ার করুন