খোরশেদুল ইসলামঃ
কক্সবাজারের পেকুয়া পূর্ব মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে লগোয়া মগনামা বাজার পাড়া এলাকায় ২৩ শতক জায়গা প্রবাসী নজরুল ইসলাম ও কাউছার আকতার খরিদাসূত্রে মালিক। উক্ত জায়গা বাউন্ডারী ওয়াল দিয়ে দীর্ঘদিন ভোগ দখলে রয়েছেন
প্রবাসী নজরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, এলাকার কিছু ভূমিদস্যু, লোভী প্রকৃতির লোকজন তার জায়গাটি জবর দখলের পায়তারা করছে, এমনকি রাতের অন্ধকারে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে কুড়েঘর নির্মাণ করে জায়গাটি জবর দখলের প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং দখল পায়তারা চালাচ্ছে।
জানা যায় প্রবাসী নজরুল ইসলাম ও তার স্ত্রী কাউসার আকতার একই এলাকার মজুমিয়ার ছেলে মো: হোছাইন ও নুরুল হোছাইনের স্ত্রী হুরী জান্নাত থেকে ২৩ শতক জমি ক্রয় করেন তাদের নামে চুড়ান্ত খতিয়ানও প্রচার হয়। খতিয়ান নং ২৫-৫১৮৭ দাগ নং ১৬৩৭ কাউসার আকতার বলেন বর্তমানে স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে মিজান, আকবর আহমদের ছেলে সাজ্জাদ এবং আবদুল জব্বার এসে বাউন্ডারি টপকে ঐ জায়গায় খুটি দিয়ে ভাগ করে নিয়েছে এখন বাউন্ডারি গুড়িয়ে দিয়ে ঘর তৈরী করবে হুমকি দিচ্ছে।
তিনি বলেন যারা জবর দখল করতে চাচ্ছে তারা আগে বিক্রি করে ও সরকারি অধিগ্রহণ সহ পার্শ্ববর্তী স্কুলের জায়গায় মিলিয়ে নিঃস্বত্ববান হয়ে গেছেন।
ভুক্তভোগী নজরুলের ভাই বলেন, নিঃস্বত্ববান মোহাম্মদ আলী তৎপুত্র মিজানকে সুকৌশলে বিক্রিত জমি হেবা করেন। সেই সুযোগে মিজান কতৃক অর্থ আদায়ের কু-প্রস্তাবে আমার ভাই রাজি না হওয়ায় জমি জবর দখলের

অপতৎপরতায় লিপ্ত হয়ে হুমকি দিতে থাকে, আমার ভাই নজরুল ইসলামের তৈরী কৃত পাকা বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে ঘর নির্মাণ করবে বলে ঘোষণা দেয়। আমরা প্রশাসনের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।
অপতৎপরতায় লিপ্ত হয়ে হুমকি দিতে থাকে, আমার ভাই নজরুল ইসলামের তৈরী কৃত পাকা বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে ঘর নির্মাণ করবে বলে ঘোষণা দেয়। আমরা প্রশাসনের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।





