Saturday, August 23, 2025

চকরিয়া থানা হেফাজতে যুবকের মৃত্যু, তিন পুলিশ সদস্য প্রত্যাহার


 কক্সবাজারের চকরিয়ায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় চকরিয়া থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিকেলে ৩টার দিকে চকরিয়া থানার সামনে এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ দাবি করে তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তি চেয়ে মিছিল-স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনতা।


প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল মহি উদ্দিন ও ইশরাক হোসেন। 

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, থানা হেফাজতে আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। 



শেয়ার করুন