গত ২৫ আগস্ট রোজ সোমবার মউবিয়ান ফুটবল টুর্নামেন্ট /২৫ সিজন-১ এর ফাইনাল ম্যাচ মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম ডাইনামিক ২৪ এবং ২০২৩ ব্যাচের পরীক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম ভিক্টোরি বাইপাস।
প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে ২৩ ব্যাচের খেলোয়াড় কক্সবাজার জেলা অনুর্ধ ১৫ দলের মাঝ মাঠের প্রান ভোমরা নবীর হোসেন মনো পেনাল্টি এরিয়ার বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন।নির্ধারিত সময়ের মধ্যে কোন টিম আর কোন গোল করতে না পারাই এক শূন্য ব্যবধানে ২৩ ব্যাচ চ্যাম্পিয়ন হয়।
উক্ত টুর্নামেন্টে সেরা গোলদাতা হয় ২৩ ব্যাচের নবীর হোসেন মনো।সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ২৪ ব্যাচের খেলোয়াড় জিদান।সেরা গোলকিপার নির্বাচিত হয় ২০১৯ ব্যাচের গোলকিপার আদনান হাবিব।খেলার ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম।রেফারীবৃন্দরা হলেন সুমন কান্তি দে,করিম ও মেহেদী হাসান।
উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯১ সালের পরীক্ষার্থী জনাব আলহাজ্ব ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শহিদুল ইসলাম,প্রধান শিক্ষক মগনামা উচ্চ বিদ্যালয়,জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক,সিনিয়র শিক্ষক,মগনামা উচ্চ বিদ্যালয়,জনাব আলতাফ হোসাইন,হেড মৌলভী মগনামা উচ্চ বিদ্যালয়,জনাব নুরুল ইসলাম (অবঃ) সিনিয়র শিক্ষক,মগনামা উচ্চ বিদ্যালয়,জনাব মোহাম্মদ হিজবুল্লাহ,ফ্রান্স প্রবাসী।ফাইনাল ম্যাচ শেষে অতিথিবৃন্দরা খেলোয়াড়দের মাঝে মেডেল এবং ট্রফি প্রদান করেন।
খবর বিভাগঃ
কক্সবাজার।
পেকুয়া





