কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল এনামকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে মগনামা ইউনিয়নের মহুরিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খাইরুল এনামের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক পৃথক দুটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এ দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বিগত আওয়ামী-লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন দলীয় ভোটের মাধ্যমে উনি ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি নির্বাচিত হয়,বিএনপি জামাতের লোককে মিথ্যা মামলা এমন কি কাউকে হয়রানি করেনি বলে জানা গেছে, সবার কাছে একজন গ্রহন যোগ্য জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত এই সাবেক চেয়ারম্যান।
তাদের আশা তার পরিবার সবকিছু আইনি ভাবে মোকাবেলা করে আবার ফিরে আসবেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, পেকুয়া থানা পুলিশের এএসআই ফরিদুল আলমের নেতৃত্বে খাইরুল এনাম নামে একজন গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। রাজনৈতিক কোন মামলা নয় মূলত আদালত কর্তৃক ২টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
খবর বিভাগঃ
পেকুয়া