জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় ৩৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার ফাইনালে বিজিবি ৩২-২৪ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসারকে। প্রথমার্ধে ১৫-১৩ গোলে এগিয়ে ছিল বিজিবি।
জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু (১৯৮৪) হওয়ার পর থেকে অন্যতম সফল দল বিজিবি। সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত রয়েছে। সব মিলিয়ে ৩৫ বারের মধ্যে ৩১ বার চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি। ফাইনাল ম্যাচে দুই দলই সমানে সমানে লড়াই করেছে। তবে বিজিবির খেলোয়াড়দের সঙ্গে আর পেরে ওঠেনি আনসার। বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে ফাইনালের মাঝে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল খেলা। এরপর বৃষ্টি একটু কমলে হ্যান্ডবল মাঠে টেবিল ফ্যান দিয়ে পানি শুকানো হয়। জাতীয় হ্যান্ডবলে এবারই প্রথম ট্রফির পাশাপাশি অর্থ পুরস্কারের মাধ্যমে প্রাইজমানি দেওয়া শুরু করেছে ফেডারেশন। চ্যাম্পিয়ন বিজিবি দল পেয়েছে ২৫ হাজার টাকা। রানার্সআপ বাংলাদেশ আনসার পেয়েছে ১৫ হাজার টাকা। এ ছাড়া তৃতীয় হওয়া দল বাংলাদেশ পুলিশ ক্লাব পেয়েছে ১০ হাজার টাকা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের উচো থোয়াই মারমা। তিনিও ট্রফির পাশাপাশি পেয়েছেন ৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এ ছাড়া সেরা দুজন রেফারিকেও পুরস্কৃত করেছে হ্যান্ডবল ফেডারেশন। এই পুরস্কার পেয়েছেন শান্ত মিয়া ও তামিম শাহরিয়ার। তাদেরও দেওয়া হয়েছে ২ হাজার টাকা করে। এর বাইরে প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ১০ দলকে উৎসাহ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল-আলম। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, সাবেক সহসভাপতি হাসানউল্লাহ খান রানা ও কোষাধ্যক্ষ খালেদ আনোয়ারসহ অন্য কর্মকর্তারা।