Sunday, June 1, 2025

ওসি বললেন গ্রেপ্তার, ৭৫ মিনিট পর নারীকে লাথি মারা সেই আকাশের স্ট্যাটাস


 চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে আলোচনায় আসা সিবগাতুল্লাহ ওরফে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ জুন) বিকেলে নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

তিনি পেকুয়ার আলো কে জানান, বিকেল পৌনে ৩টার দিকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার এক ঘণ্টা ১৫ মিনিট পর বিকেল ৪টার দিকে আকাশ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, শুনলাম প্রশাসন আমাকে খুঁজছে। আমি চোরও না ডাকাতও না, আমাকে প্রশাসন থেকে কেন খুঁজতে হবে। আমি আমার পরিবার এবং ঘনিষ্ঠজনদের সিদ্ধান্তক্রমে আজকেই চট্টগ্রাম কোতোয়ালী থানায় আত্মসমর্পণ করার ঘোষণা দিচ্ছি।


শেয়ার করুন