Wednesday, May 28, 2025

রাজনীতি প্রাপ্তির জায়গা না,পাওয়ার জায়গা


 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা না, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা। আমরা চাই, আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবেন ডা. তাসনিম জারার মতো যাঁরা উচ্চশিক্ষিত, মার্জিত; যাঁদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার অঙ্গীকার রয়েছে। রাজনীতিকে যাঁরা পেশা বানিয়েছেন, তাঁদের রাজনীতি করার প্রয়োজন নেই। আপনারা জানেন, আমাদের স্বচ্ছ ইনকাম সোর্স রয়েছে।


রাজনীতি করে টাকা বানানোর আমাদের দরকার নেই।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চকবাজারের গুলজার মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, জোবায়রুল আরিফসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দুর্নীতির বিরুদ্ধে অভিযান নিজের ঘর থেকে শুরু করতে হবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, বাবার আয়-ব্যয় নিয়ে প্রশ্ন করতে হবে।




শেয়ার করুন