কক্সবাজারের পেকুয়ায় অগ্নি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের
আর্মি ক্যাম্পের তথ্যের ভিত্তিতে আজ ২৯ মে ২০২৫ তারিখ সকাল ০৮:১৫ থেকে ০৯:০০ ঘটিকা পর্যন্ত পশ্চিম বাইমা খালি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ক্যাপ্টেন এনামুল (১৬ ক্যাভালরী)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোঃ মোকাম্মেল নামক এক ব্যক্তির বাড়ির পিছনের পুকুর থেকে বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় এলজি ও ২টি ক্রিস উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকাম্মেল, যিনি পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাইমা খালি গ্রামের মৃত নুরুর ইসলামের ছেলে, ঘটনার সময় পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পেকুয়া থানা সূত্রে খবর, জব্দকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পেকুয়া থানার এস আই মোঃ ছায়েদ-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।