Sunday, April 20, 2025

পেকুয়ায় খুন-ডাকাতিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার!


 

কক্সবাজারের পেকুয়ায় খুনসহ ডাকাতি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ অন্তত ৭টি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মুহাম্মদ ইউনুস ওরফে বাইট্টা ইউনুস (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পুর্ব বিলহাসুরা এলাকার মৃত বশির আহমদের ছেলে। পেকুয়া থানা পুলিশ শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিলহাসুরা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।


পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধৃত ইউনুস আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে খুনসহ ডাকাতি, ডাকাতি, অস্ত্রসহ সাতটি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।


 এসআই পল্লব ঘোষ ও এসআই সুনয়ন এর নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন