নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে ছন সংগ্রহে গিয়ে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে৷
অপহৃত মোহাম্মদ দেলোয়ার (২৫) মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ফরিদ উল্লাহ।
তিনি বলেন- সকালে এলাকার তিনজন মিলে পাহাড়ে ছন আনতে যায়। ওই সময় সশস্ত্র গোষ্ঠী ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায়। অপর দুইজন কোনো রকম পালিয়ে এসেছে। এ পর্যন্ত অপহরণ চক্রের সদস্যরা যোগাযোগ করেনি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন- একজন অপহরণের বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে পুলিশ কাজ করেছে।
খবর বিভাগঃ
কক্সবাজার