Monday, April 14, 2025

টেকনাফের পাহাড়ে ছন সংগ্রহে গিয়ে যুবক অপহরণ

 

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে ছন সংগ্রহে গিয়ে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে৷

অপহৃত মোহাম্মদ দেলোয়ার (২৫) মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ফরিদ উল্লাহ।

তিনি বলেন- সকালে এলাকার তিনজন মিলে পাহাড়ে ছন আনতে যায়। ওই সময় সশস্ত্র গোষ্ঠী ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায়। অপর দুইজন কোনো রকম পালিয়ে এসেছে। এ পর্যন্ত অপহরণ চক্রের সদস্যরা যোগাযোগ করেনি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন- একজন অপহরণের বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে পুলিশ কাজ করেছে।


শেয়ার করুন