কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে মাদক কারবারিদের গ্রেফতার ও মাদক বিক্রির আস্তানা উচ্ছেদের মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
গতকাল সোমবার (২১ এপ্রিল ) দুপুরে উজানটিয়ার ইউনিয়নের টেকপাড়া নামক এলাকায় চিংড়িঘের মালিক ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে থেকে প্রতিবাদ ডাক আসে চিহ্নিত মাদক কারবারী ওয়াজ উদ্দিন ও মিনহাজ উদ্দিন সিন্ডিকেটের মাদক পাচার বন্ধসহ মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান । এসময় বক্তব্য রাখেন চিংড়িঘের মালিক শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মরিয়ম ও পারভিনসহ স্থানীয় বাসিন্দা অনেকে। বক্তারা বলেন সম্প্রতি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ক্যাডার ও উজানটিয়া রূপালী বাজার পাড়ার ওয়াজ উদ্দিন ও মিনহাজ উদ্দিন সিন্ডিকেটের মাদক পাচার বন্ধসহ মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান । এসময় বক্তব্য রাখেন চিংড়িঘের মালিক শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মরিয়ম ও পারভিনসহ স্থানীয় বাসিন্দা অনেকে। বক্তারা বলেন সম্প্রতি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ক্যাডার ও উজানটিয়া রূপালী বাজার পাড়ার ওয়াজ উদ্দিন, এবং তার ভগ্নিপতি রমিজকে এক লাখ বিশ হাজার পিচ ইয়াবাসহ ওয়াজ উদ্দিননের বাড়ী থেকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনী।
তাদের অন্যতম সহযোগী মিনহাজ উদ্দিন তার পরিবারেরসদস্যদের দিয়ে মাদক গুলো চট্টগ্রামসহ ঢাকা পাচার করত, ঢাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট নেটওয়ার্ক গড়ে উঠে। সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিল,স্থানীয় শহিদুল ইসলাম ইয়াবা পাচারে বাঁধা দিলে হামলা করে তার চোখ নষ্ট করে দেয় ওই মাদক কারবারীরা। মাদক সিন্ডিকেটের সদস্য মোহাম্মদ কাইয়ুম, ইসমাইল, নুরুন নবী, আবু নাঈম, নেজাম উদ্দিন, জয়নাল আবেদীন এলাকায় মাদকের আস্তানা গড়ে তুলে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যার ফলে টেকপাড়ায় উঠতি বয়সী যুবকসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের আনাগোনায় প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে উক্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নের বিভিন্ন রাস্তায়।