গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি সীমান্ত পরিদর্শনে যাওয়ার সময় পথিমধ্যে হঠাৎ দমদমিয়া বিওপি হতে আনুমানিক ৫০০ মিটার দক্ষিণ দিকে কেয়ারীঘাট এলাকায় ট্যুরিস্ট কোম্পানীর বিভিন্ন স্থাপনায় আগুন জলতে দেখতে পান। অধিনায়ক তাৎক্ষনিক গাড়ি থামিয়ে বৈদ্যুতিক লাইন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ, স্থাপনায় আসবাবপত্র বের করতে গিয়ে আটকে পড়া ২-৩ জনকে উদ্ধার এবং দমদমিয়া বিওপি হতে বিজিবি সদস্য মোতায়েন করতঃ এলাকার সার্বিক নিরাপত্তা প্রদান করে স্থানীয় জনবসতিতে আগুন ছড়িয়ে পড়া থেকে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।
পরবর্তীতে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিজিবি সদস্য এবং ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যদের সমন্বয়ে মেইন স্টোর এর আগুন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিজিবি’র তৎপরতায় কোন প্রকার প্রাণহানির ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এছাড়াও বিজিবি কর্তৃক স্থাপনার বিভিন্ন মালামাল ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, আনুমানিক ০২ঃ ১৫ ঘটিকায় আগুন লাগে বলে জানা যায়, কিন্তু আগুনের সুত্রপাত কোথায় থেকে তা এখনো জানা যায়।
খবর বিভাগঃ
কক্সবাজার