প্রশস্ত হচ্ছে চট্টগ্রামের তিন মহাসড়ক। এগুলো হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। তিন সড়কে নিত্য যানজট ও একের পর এক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
ফলে সময়ের সাথে সড়কগুলো প্রশস্তকরণের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের মাঝে। এরই মধ্যে ঈদের দিন থেকে টানা তিন দিনে ভয়াবহ তিন দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণের জোরালো দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জামায়াতে ইসলামী।
কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের দাবি ছিল দুর্ঘটনা রোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা। আর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয় চার লেন। মানববন্ধনে শুধু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও ১০ লেনে উন্নীত করার জোর দাবি জানান অংশগ্রহণকারীরা।
চার লেন হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
চট্টগ্রাম-কক্সবাজার দেশের ব্যস্ততম মহাসড়কের একটি। এর বেশির ভাগ অংশের প্রশস্ততা মাত্র ১৮-৩৪ ফুট। ফলে দূরপাল্লার গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারে না। ১৪৮ কিলোমিটার পথ বাসে যেতে সময় লাগে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা। অতিরিক্ত বাঁক, সাইড রোড থেকে যখন তখন গাড়ি মহাসড়কে উঠে আসার কারণে সড়কটি হয়ে উঠেছে দুর্ঘটনাপ্রবণ। পলিথিন ছাড়া লবণ পরিবহনের কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তবে সড়কটি চার লেনে উন্নীতকরণের সুখবর দিয়েছেন সওজ, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে অতিরিক্ত দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী। তিনি বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার অর্থায়নে ১৪৮ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আগামী সেপ্টেম্বরে এ কাজ শেষ হলে প্রকল্প প্রস্তুত করে দরপত্র আহবান করা হবে। তার মতে, আগামী ২৬ সালের মাঝামাঝি সময়ে চার লেন সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হতে পারে।