Previous
Next

সর্বশেষ

Sunday, September 21, 2025

ভাঙ্গুড়ায় মাদক সেবনে বাধা, শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর

ভাঙ্গুড়ায় মাদক সেবনে বাধা, শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর



স্টাফ রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার কুমরাডাঙ্গা জামে মসজিদের সামনে সামাদ স্টোরের পিছনে এ ঘটনা ঘটে। ভাঙ্গুরা পৌর সদরের মসজিদপাড়া গ্রামের দুই যুবক— মো. মারুফ (২০), পিতা মৃত আকছেদ আলী এবং মো. জিসান (১৯), পিতা মো. রাসেল রানা—সেসময় প্রকাশ্যে অবৈধ মাদকদ্রব্য সেবন করছিলেন।


সেই সময় স্থানীয় শিক্ষার্থী মো. আকরাম উল্লাহ নিশাদ (১৮) তাদের মাদক সেবন থেকে বিরত থাকতে অনুরোধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে তারা গালিগালাজ শুরু করে এবং পরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও কাঠের বাটাম দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি খুন করার হুমকি দিয়েও স্থান ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শিক্ষার্থীকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, মাদক সেবন থেকে বিরত থাকতে বলায় এ হামলা চালানো হয়েছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাঙ্গুড়া থানার এক কর্মকর্তা জানান, “ঘটনার বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাটি এলাকায় সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল বলেন, “মাদক আজ সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীকে মারধর করা অত্যন্ত উদ্বেগজনক।”

তারা আরও বলেন, “যুবকরা যদি প্রকাশ্যে মাদক সেবন করে এবং প্রতিবাদ করলে হামলা চালায়, তবে এটি সমাজের জন্য ভয়াবহ সংকেত। প্রশাসনের উচিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।”

Friday, September 19, 2025

কমনওয়েলথ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপের প্রথম খেলায় বাংলাদেশ দল জয়ী

কমনওয়েলথ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপের প্রথম খেলায় বাংলাদেশ দল জয়ী

 

কমনওয়েলথ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপের প্রথম খেলায় বাংলাদেশ দল জয়ী; বিজিবির সিপাহী খোকন মোল্লা 'প্লেয়ার অব দ্যা ম্যাচ' নির্বাচিত

কমনওয়েলথ হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে এবং হ্যান্ডবল মালদ্বীপের ব্যবস্থাপনায় মালদ্বীপে অনুষ্ঠিত '১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫' প্রতিযোগিতায় বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল প্রথম খেলায় সাউথ আফ্রিকার বিপক্ষে  ৫৩-২৭ গোলের ব্যবধানে জয়লাভ করেছে।

বর্ণিত ম্যাচে বাংলাদেশ জাতীয় বীচ হ্যান্ডবল দলের পক্ষে বিজিবির সিপাহী খোকন মোল্লা 'প্লেয়ার অব দ্যা ম্যাচ' হওয়ার গৌরব অর্জন করেছেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও স্বাগতিক মালদ্বীপ অংশগ্রহণ করেছে।

চকরিয়ায় মহাসড়ক ব্যা'রি'কে'ট দিয়ে মোটরসাইকেল ডা'কা'তি, হা'ম'লা'য় নি'হ'ত- ১ আ'হ'ত- ৪

চকরিয়ায় মহাসড়ক ব্যা'রি'কে'ট দিয়ে মোটরসাইকেল ডা'কা'তি, হা'ম'লা'য় নি'হ'ত- ১ আ'হ'ত- ৪


 নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ব্যারিকেট দিয়ে মোটরসাইকেল ডা'কা'তির ঘটনা ঘটেছে৷ ডাকাত দলের হা'ম'লা'য় মাহামুদুল হক (৩০) নামের একজনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় এই ঘটনা ঘটে।

হতাহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক পাওয়া না গেলেও নিহত মাহমুদুল হক উখিয়া উপজেলাধীন বালুখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছেে। অপর সুত্রে, নিহতের স্ত্রী গত ২২ দিন আগে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, মহাসড়কে রশি দিয়ে তৈরি ফাঁদ নিক্ষেপ করে চলন্ত মোটরসাইকেল দাঁড় করায়। এসময় মোটরসাইকেল আরোহীদের মারধরের পর লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাহমুদুল হকসহ অন্যান্য আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, মহাসড়কে ডাকাতির খবর পেয়ে ডিউটিরত পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনের মৃত্যু নিশ্চিত করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার দৈনিক পেকুয়ার আলোকে জানান ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতের হামলায় একজন মারা গেছেন। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Thursday, September 18, 2025

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ

সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি দল জানতে পারে, মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী তেতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। সকাল ৯টার দিকে দলটি এক সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে গমন করতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করে। উদ্ধার ডলারের বর্তমান মুদ্রামান ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

Saturday, September 13, 2025

পেকুয়ায় যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলামকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

পেকুয়ায় যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলামকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

 


সংবাদ বিজ্ঞপ্তিঃ

পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলামকে জড়িয়ে ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ এবং উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুটকে জড়িয়ে যে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম। 

(১৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান গত শনিবার (১২ সেপ্টেম্বর)  পেকুয়ার অনলাইন নিউজ নামের একটি ফেইক ফেসবুক পেইজ থেকে সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ মহোদয়ের একটি ছবি দেয় ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়ত আজিজুর একটি ফেসবুক পোস্টের স্কিন র্সট এবং এডিটিং করে একটি মেসেঞ্জারে স্কিন র্সট দেয়।একটি গল্প বানাই।ওকানে লিখে "ঘটনা কতটুকু সত্য ও কতটুকু মিথ্যা উপর আল্লাহ জানে। আর যারা এ লেনদেনের সাথে জড়িত তারা জানে।  

 প্রকাশিত নিচের স্কীন র্সটে মধ্যে লিখেন আছে "মগনামা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের কাছ থেকে ১৮ লক্ষ টাকা নিছে মুকুট ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা যুবদলের সদস্য সচিবের পদ দিবে বলে পদ না পেয়ে নুরুল ইসলাম ক্ষোভে টাকা ফেরৎ চাইলে টাকা ফেরত দিবে না বলে উল্টো হুমকি ও লাঞ্চিতের শিকার হয়। এখন বাহদুর শাহ ও মুকুটকে মগনামা ঘাটে বসে বসে গালা গালি করেছে" যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত।  

 আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলা শাখা ও জাতীয়তাবাদী দল (বিএনপি)র মধ্যে একটা গ্রুপিং সৃষ্টি করা ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পক্ষ ষড়যন্ত্র করছে।  আমার প্রিয় নেতা বাহাদুর শাহ ও কামরান জাদিদ মুকুটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এসব মিথ্যা ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখানে দলের জন্য ত্যাগ ও পরিশ্রম এবং সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে পদ দেওয়া হয়। যুবদল টাকা দিয়ে পদ বিক্রি হয় না।

রাজনৈতিক পায়দা লুটার জন্য আমাকে জড়িয়ে নোংরামি করতেছে আমি তাদের প্রতি ধিক্কার জানাই। দেশবাসীকে তাদের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।


নিবেদক

মোহাম্মদ নুরুল ইসলাম

যুগ্ম আহবায়ক পেকুয়া উপজেলা যুবদল।

Thursday, September 11, 2025

শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী

শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রশাসনের অসঙ্গতি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেন।

শেখ সাদী হাসান বলেন, জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্রশিবির ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য আগে থেকেই নীলনকশা করে রেখেছে বলে আমরা মনে করছি। 

তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে, নতুন করে ব্যালট পেপারে দাবি জানালে, তারা বিষয়টি না মেনে জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।

Tuesday, September 9, 2025

প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা-ডাকসু নির্বাচন

প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা-ডাকসু নির্বাচন


 ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো জাতির দৃষ্টি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। দেশের রাজনৈতিক ও সামাজিক বিকাশের ঐতিহ্যের ধারাবাহিকতার অংশ হিসেবেই এ নির্বাচনকে দেখা হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও আগে থেকেই কেন্দ্রের সামনে শিক্ষার্থীরা লাইন ধরে দাঁড়িয়েছিলেন। প্রথমবারের মতো কাঙ্ক্ষিত এই ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের আটটি নির্ধারিত স্থানে এই ভোট কার্যক্রম চলছে।

ভোট দেয়ার পর সুমন হক নামে এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই প্রথম তিনি তার জীবনের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

তিনি বলেন, ‘নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারাটা আমার অধিকার এবং একই সাথে আমার জন্য এটা সম্মানের। ফ্যাসিজমের পতনের পর এরকম একটি পরিবেশে ভোট দিতে পেরে বেশ ভালো লাগছে।’

আরেক শিক্ষার্থী আলফাজ হোসেন বলেন, ‘আমি ভোটার হয়েছি আরো অনেক আগেই। কিন্তু ইচ্ছে মতো আমার পছন্দের প্রার্থীকে কখনোই ভোট দিতে পারিনি। এই প্রথম আমি আমার ইচ্ছে মতো ভোট দিতে পেরেছি এবং কেউ আমাকে এখানে জোর জবরদস্তি করেনি।’

তিনি আরো বলেন, ‘ডাকসুতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারব এটাও কখনো ভাবিনি। তাই ভোট দিতে পেরে আসলে বেশ ভালো লাগছে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘এই প্রথমবার ভোট দিলাম। আর আমি খুবই আনন্দিত যে এমন একজন নেতাকে বেছে নেয়ার সুযোগ পেয়েছি, যিনি আমার কণ্ঠকে প্রতিনিধিত্ব করবেন।’

সহপাঠীদেরও ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

ভোট দিয়ে এসে এক শিক্ষার্থী বলেন, ‘আমি নিজের পছন্দমতো স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি। আগের দিনে শুনতাম, কিছু সংগঠন শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করত, এমনকি তাদের হয়ে ব্যালটে ছাপ মেরে দিত। কিন্তু এবার এমন কোনো ঘটনা ঘটেনি।’

ডাকসুর চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন শিক্ষার্থী।

অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) শিটে। প্রতি ভোটারের জন্য আট মিনিট করে সময় রাখা হয়েছে।

আগে আট কেন্দ্রে ৭১০ বুথ ছিল। পরে সেটি বাড়িয়ে ৮১০ করা হয়েছে, যাতে আবাসিক-অনাবাসিক ভোটারদের কোনোভাবে লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে না হয়।

প্রার্থী তালিকায় রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্যানেল। নির্বাচনী লড়াইয়ে ভিপি ও জিএসসহ অন্যান্য পদে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও।