Previous
Next

সর্বশেষ

Saturday, November 15, 2025

আনসার সদস্যের সহযোগিতায় পলাতক প্রতারক ঢাকায় আটক

আনসার সদস্যের সহযোগিতায় পলাতক প্রতারক ঢাকায় আটক


 বাংলাদেশ আনসার বাহিনীর এক সদস্যের মানবিক ও সাহসী উদ্যোগে কক্সবাজারের চকরিয়া থানার এক পলাতক প্রতারককে রাজধানী ঢাকায় আটক করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ১১ নভেম্বর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। অভিযোগভুক্ত আসামির নাম মিনহাজ উদ্দিন (৩৪)। তিনি কক্সবাজারের চকরিয়া থানার এক প্রতারণায় অভিযুক্ত আসামি। 

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Hasan Tipu’ নামের একটি ফেসবুক আইডি থেকে “প্রতারক ধরিয়ে দিন” শিরোনামে মিনহাজ উদ্দিনের ছবি ও একটি মোবাইল নম্বর (০১৭৭৫-৯২০৪২১) পোস্ট করা হয়। এতে লেখা ছিল এই ব্যক্তি আমার ছোট বোনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে তা আনসার সদস্য ওয়াহিদুজ্জামান-এর নজরে আসে। ছবিটি দেখে তিনি মন্তব্য করেন যে, ওই ব্যক্তিকে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনের এলাকায় দেখেছেন বলে মনে হচ্ছে। 

পরে তিনি পোস্টদাতা রবিউল হাসান টিপু-এর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চান। রবিউল জানান, মিনহাজ আমার ছোট বোনের স্বামী। ২১ অক্টোবর ২০২৫ তারিখে সে আমার বোনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেছি।

আনসার সদস্য অভিযোগপত্র দেখে বিষয়টির সত্যতা যাচাই করে নিশ্চিত হন। এরপর তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আবদুল আজিজ রোডের একটি চায়ের দোকানে সন্দেহজনকভাবে মিনহাজকে দেখতে পান।
গোপনে ছবি তুলে রবিউলের কাছে পাঠালে তিনি নিশ্চিত করেন, হ্যাঁ, ছবির ব্যক্তিই মিনহাজ।

পরে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে রবিউল ঘটনাস্থলে পৌঁছে মিনহাজের সঙ্গে মুখোমুখি হন। উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে আনসার সদস্য বিষয়টি শান্তভাবে মীমাংসা করেন।

ওয়াহিদুজ্জামান বলেন, আমি ফেসবুকে পোস্ট দেখে সন্দেহ হলে যাচাই করতে যাই। পরে দেখি ছবির ব্যক্তিই মিনহাজ। আমি উভয়ের বক্তব্য শুনে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে সমাধানের আশ্বাসে তাদের গাড়িতে তুলে দিই।

পরে মিনহাজ নিজেও স্বীকার করেন যে তিনি রবিউলের শ্যালক এবং স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করতে রাজি হন।

ঘটনার পর রবিউল হাসান টিপু কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ আনসার সম্পর্কে আগে আমার ভুল ধারণা ছিল। কিন্তু আজ দেখলাম, তারা জনগণের প্রকৃত বন্ধু। যদি আনসার সদস্য ওয়াহিদুজ্জামান সহযোগিতা না করতেন, তাহলে মিনহাজ বিদেশে পালিয়ে যেত এবং আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত।

তিনি আরও বলেন, আমার বোন মানসিকভাবে ভেঙে পড়েছিল, এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আনসার বাহিনীর কারণে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব বলে আশা করছি।

Friday, November 14, 2025

বাঁশখালীকে ৪-৩ ব্যবধানে হারিয়ে মগনামা এলিট ফুটবল একাডেমির শুভ সূচনা

বাঁশখালীকে ৪-৩ ব্যবধানে হারিয়ে মগনামা এলিট ফুটবল একাডেমির শুভ সূচনা


 নিজস্ব প্রতিবেদক 

মটকা ভাঙ্গা মায়ের দোয়া ভাই ভাই আদর্শ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মোকাবিলা করে নাপোড়া ফুটবল একাদশ বাঁশখালী বনাম মগনামার জনপ্রিয় ফুটবল ক্লাব মগনামা এলিট ফুটবল একাডেমী।

উদ্বোধনী ম্যাচের শুরুর ১০ মিনিটে মগনামা এলিট ফুটবল একাডেমির মাঝ মাঠের প্রাণভোমরা নবীর হোসেন গোলে এগিয়ে যায়।খেলার শেষ পাঁচ মিনিটে বাঁশখালী গোল পরিশোধ করলে খেলা ১-১ গোলে ড্র হয়।ট্রাইবেকারে মগনামা এলিট ফুটবল একাডেমী ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে।

একটা ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মগনামা এলিট ফুটবল একাডেমির দুর্দান্ত উইঙ্গার কক্সবাজার জেলা দলের অনূর্ধ্ব ১৭ ফুটবল প্লেয়ার জিদান।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন মটকা ভাঙ্গার দুরন্ত ফুটবলার আফসার।

মগনামা এলিট ফুটবল একাডেমির অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত একাডেমীর পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য জনাব ফয়জুল করিম মিয়া,খোরশেদুল ইসলাম,খোকন,ওমর সালেহ মাহি।

উক্ত উদ্ভোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন একসময়ের মগনামার জনপ্রিয় ফুটবলার,বর্তমানে মগনামা ইউ পি সদস্য জনাব নুর মোহাম্মদ।

মগনামা এলিট ফুটবল একাডেমির নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন।

মগনামা এলিট ফুটবল একাডেমির নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন।

 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন মগঘোনা গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য মোরশেদুল ইসলাম একজন ক্রীড়াপ্রেমি মানুষ, যেখানে বর্তমান জেনারেশনের মানুষ পরিবারকে সময় দিতে পারে না এই ক্রীড়াপ্রেমি মানুষটা ফুটবল খেলার জন্য চাকরির পাশাপাশি নিজেকে খেলার মাঝে বিলিয়ে দিচ্ছে। 

বর্তমান যুবসমাজ মোবাইলে বিভিন্ন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে তার থেকে যেন ফুটবল খেলার মাধ্যমে খারাপ কাজ থেকে এগিয়ে আসে।

জার্সি স্পন্সর করেছেন করেছেন,ফারিয়া ফ্যাশন জেন্টস ও লেডিস কর্নার, দোকান নাম্বার ১৫ নিচতলা পশ্চিম পার্শ্বে  এস,ডি সিটি সেন্টার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার,পেকুয়া  কক্সবাজার। 

সরকারি চাকরির পাশাপাশি নিজেকে বিলিয়ে দিচ্ছে ফুটবলের উন্নয়নে এবং বিভিন্ন সামাজিক কাজে, নিজস্ব অর্থায়নে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন ফুটবল একাডেমি।এলাকার ছেলেদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার আয়োজন করে নিজ এলাকা ছাড়িয়ে সারা বাংলাদেশে অন্তত সুনাম অর্জন করেছেন।এছাড়াও তিনি পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

উনার দায়িত্বে মগনামা খেলোয়াড় সমিতি ফুটবল টিম অনেক বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন ট্রপি অর্জনে অংশীদার হয়েছে।
মগনামা এলিট ফুটবল একাডেমির অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ নুরুল আমিন বলেন,একমাত্র খেলাধুলায় পারে যুব সমাজকে সকল প্রকার অনলাইন জুয়া,নেশা এবং অন্যান্য খারাপ কাজ থেকে বিরত রাখতে।

উক্ত অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন রাজাখালী ফয়জুন নেসা স্কুল এন্ড কলেজের প্রভাসক মাইনুদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পেকুয়া এসডি সিটি সেন্টারের ফারিয়া ফ্যাশন জেন্স এন্ড লেডিস -এর স্বত্বাধিকারী জনাব খোরশেদুল ইসলাম।

মগনামায় ফুটবল একাডেমি প্রতিষ্টা করে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করায় মগনামা এলিট ফুটবল একাডেমির প্রতিষ্টিত পরিচালককে আমন্ত্রিত অতিথিগন ধন্যবাদ ও সাধুবাদ জানায়। 
চট্টগ্রামে সেলুনে চু’লকা’টা অবস্থায় যুবকের মৃ’ত্যু

চট্টগ্রামে সেলুনে চু’লকা’টা অবস্থায় যুবকের মৃ’ত্যু

 

নি’হ’ত যুবকের নাম ফয়সাল। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউনিয়নে বলে জানা গেছে।
 কিছুক্ষণ আগে চট্টগ্রামে সেলুনের দোকানে চু’ল’কা’টা অবস্থায় হঠাৎ মৃ’ত্যুর কো’লে ঢলে পড়েন এই যুবক।

Monday, October 27, 2025

কক্সবাজার পেকুয়া  সেনা অভিযানে 1xbet এর ২ মাস্টার এজেন্ট আটক

কক্সবাজার পেকুয়া সেনা অভিযানে 1xbet এর ২ মাস্টার এজেন্ট আটক


 কক্সবাজারের পেকুয়ায় সেনা অভিযানে অনলাইন জুয়া (1x bet) এর সক্রিয় ২ মাস্টার এজেন্টকে আটক করা হয়েছে।


‎তারা এই এলাকায় দীর্ঘদিন ধরে পেকুয়া চকরিয়ায় অনলাইন জুয়ায় লাখ লাখ টাকা লেনদেনে সক্রিয় থেকে উঠতি বয়সের যুবক, কলেজ শিক্ষার্থীদের জুয়ায় আসক্ত করে তুলছিল এ দুই মাস্টার মাইন্ড, এমনই অভিযোগ আটককৃতদের বিরুদ্ধে।

‎রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রীজের পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয় এ দুই অনলাইন জুয়ার মাস্টার এজেন্টদের।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

‎আটককৃতরা হলেন, পেকুয়া সদর ৬নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে মোঃ ইমতিয়াজুল হক (২৮) ও একই এলাকার আহমদ কবিরের ছেলে রাহাতুল ইসলাম (২৫)।

‎জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে (1x bet) জুয়ার লাখ লাখ টাকা লেনদেনের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে (1x bet) এর মাস্টার এজেন্টের লেনদেনে ৬১ লক্ষ টাকা ব্যালেন্সের প্রমাণ পাওয়া গেছে।

আটক হওয়ার আগেও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে ৮ লক্ষ টাকা লেনদেনের কথা স্বীকার করেন তারা।

‎আটকের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ায় সম্পৃক্ত ২ জনকে আটক করে।

আটককৃতরা অনলাইন জুয়ায় লেনদেনের এজেন্ট। তাদের বিরুদ্ধে সাইবার অধ্যাদেশ আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।

Wednesday, October 22, 2025

মহেশখালী মৃত ব্যক্তির টাকা ব্যাংক থেকে তুলতে এসে সাংবাদিক পরিচয় আটক ২

মহেশখালী মৃত ব্যক্তির টাকা ব্যাংক থেকে তুলতে এসে সাংবাদিক পরিচয় আটক ২


 মহেশখালীতে মৃত মানুষের চেক নিয়ে সোনালী ব্যাংকে টাকা তুলতে এসে পুলিশের হাতে সাংবাদিক সহ আটক  ২ জন।

আটককৃত শহিদুল ইসলাম লিটন,  দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার মহেশখালী প্রতিনিধি পরিচয় দিয়ে এই অনৈতিক কাজ করে আসছিলেন বলে জানিয়েছেন সোনালি ব্যাংকের কর্মকর্তারা। 


২২ অক্টোবর বুধবার বিকাল ২ ঘটিকায় গোরকঘাটা সোনালী ব্যাংক শাখা থেকে তাদের আটক করা হয়। অপরজনের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

Thursday, October 16, 2025

বিজিবি মহাপরিচালকের মত বিনিময় সভা

বিজিবি মহাপরিচালকের মত বিনিময় সভা


সংগৃহীত ফটো


  বিজিবি মহাপরিচালক অদ্য কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের অধিনস্ত সেক্টর/ব্যাটালিয়ন/বিওপির সকল সৈনিকদের সাথে মত বিনিময় করেন।

 সীমান্তে মাইন বিস্ফোরনে আহত বিজিবি সদস্যদের ঘটনা উল্লেখ করে সবাইকে সতর্ক করেন এবং সাবধানতার সাথে টহল কার্যক্রম পরিচালনার ব্যাপারে প্রেষনা প্রদর্শন করেন।

 বিজিবি মহাপরিচালক সৈনিকদের উদ্দেশ্যে বলেন সীমান্ত পরিস্হিতি পর্যবেক্ষন করবেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে সকল অপারেশনাল কার্যক্রম পরিচালনা করবেন।