Previous
Next

সর্বশেষ

Monday, January 5, 2026

টুর্ণামেন্ট সফল করতে মাঠ পরিদর্শন করলেন পরিচালনা কমিটি

টুর্ণামেন্ট সফল করতে মাঠ পরিদর্শন করলেন পরিচালনা কমিটি


 ​নিজস্ব প্রতিবেদক, - পেকুয়ার আলো।

​আসন্ন মগনামা এলিট একাডেমি ফুটবল টুর্ণামেন্ট"২৬ এর চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আজ সকালে খেলার মাঠটি সশরীরে পরিদর্শন করেছেন পরিচালনা কমিটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

​মগনামার প্রাণ কেন্দ্রে অবস্হিত মগনামা উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন মগনামা এলিট ফুটবল একাডেমির পরিচালক মাহমুদুল করিম সোহেল,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন,সাধারন সম্পাদক ইনান আব্বাছী,সাধারন সম্পাদক-২ মোহাম্মদ হাসান,অর্থ  সম্পাদক ফয়জুল করিম মিয়া,সকল সদস্য এবং মগনামা এলিট ফুটবল একাডেমির সদস্যবৃন্দ।

​পরিদর্শনের মূল বিষয়বস্তু:

​পরিদর্শনকালে কর্মকর্তারা মাঠের ঘাস, গোলপোস্টের অবস্থা এবং মাঠের সীমানা প্রাচীর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। মাঠের পাশাপাশি দর্শকদের বসার স্হান, খেলোয়াড়দের ড্রেসিংরুম এবং স্টেইজ,গেইট এবং খেলোয়াড়দের বসার স্হান,জরুরি প্রাথমিক চিকিৎসা বুথের জন্য নির্ধারিত স্থানগুলোও খতিয়ে দেখা হয়।

​কর্মকর্তাদের বক্তব্য:

​মাঠ পরিদর্শন শেষে এলিট ফুটবল একাডেমির পরিচালক বলেন:

আমরা চাই একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট উপহার দিতে। মাঠের বর্তমান অবস্থা সন্তোষজনক। তবে মাঠের কিছু নিচু জায়গায় মাটি ভরাট এবং গোলবারের রঙের কাজ আগামীকালের  মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, ফুটবলপ্রেমীরা একটি সুন্দর পরিবেশে খেলা উপভোগ করতে পারবেন।"

​টুর্নামেন্ট সম্পর্কে তথ্য:

​উল্লেখ্য যে, আগামী ০৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে এলিট ফুটবল একাডেমির সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।

​মাঠের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ফুটবল প্রেমীরাও। তারা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকায় নতুন ফুটবল প্রতিভার বিকাশ ঘটবে।

Saturday, January 3, 2026

মগনামা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পরিচালনা কমিটি গঠন

মগনামা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পরিচালনা কমিটি গঠন



খোরশেদুল ইসলাম-পেকুয়ার আলো

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মগনামা এলিট একাডেমি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি শক্তিশালী আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

​গতকাল রাতে মহরী পাড়া মগনামা এলিট ফুটবল একাডেমির কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মহিউদ্দিন

​নবগঠিত কমিটিতে মোহাম্মদ সাজ্জাদ হোসেন-কে সভাপতি এবং ইনান আব্বাছী-কে সাধারণ সম্পাদক,মোঃ হাসান সদস্য সচিব এবং ফয়জুল করিম মিয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যগন হলেন:বাহাদুর,তামভীর,মোজাহিদ,রিফাত এবং লেদু।এছাড়া এলিট ফুটবল একাডেমির পরিচালকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

​নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, "এলাকার তরুণ সমাজকে মাদক ও বিপথ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা অত্যন্ত আনন্দিত যে একটি সুন্দর টুর্নামেন্ট উপহার দিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আশা করি সকলের সহযোগিতায় এটি একটি স্মরণীয় টুর্নামেন্ট হবে।"

​সাধারণ সম্পাদক ইনান আব্বাছী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের ফিক্সচার,মাঠ সংস্কার এবং দল নিবন্ধনের কার্যক্রম শেষ করবো। সভায় এলাকার বিভিন্ন গনমান্য,জন প্রতিনিধি ও স্থানীয় উৎসাহী ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Friday, January 2, 2026

সীমান্তে বিজিবি সদস্যের আত্মহত্যা

সীমান্তে বিজিবি সদস্যের আত্মহত্যা

 


খোরশেদুল ইসলাম-পেকুয়ার আলো

অদ্য ০২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২ টা ৪৫ মিনিটের সময় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর গংগারহাট বিওপিতে কর্মরত নম্বর-১১৪৬০৪ সিপাহী মোঃ নাসির উদ্দিন টহলের উদ্দেশ্যে বাহির হওয়ার জন্য অস্ত্র নিয়ে বাহির হয়ে সৈনিক লাইনের পিছনে এমটি গ্যারেজের পাশে চলে যায় এবং নিজের কাছে থাকা রাইফেল দিয়ে নিজ বুকে ০১ রাউন্ড গুলি চালায়।

টহলপার্টি ফলিনরত অবস্থা থেকে গুলির শব্দ শুনে খোজাখুজির এক পর্যায়ে এমটি গ্যারেজের পিছনে তাকে পড়ে থাকতে দেখে এবং তাকে রুমে আনার পর বুকে গুলির ছিদ্র খোজে পায়। পরবর্তীতে উক্ত সৈনিককে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন এবং ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেন।ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক সৈনিকের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেন।

সৈনিকের বয়স ২২ বছর এবং চাকরীর বয়স ১ বছর ০৪ মাস ১১ দিন।উক্ত সৈনিকের গ্রামের বাড়ি-খেজুরা ডাকঘর,থানা,জেলা-ঝিনাইদহ বলে জানা যায়।



Wednesday, December 31, 2025

মগনামা হাকিমিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বেগম জিয়ার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

মগনামা হাকিমিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বেগম জিয়ার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল



 নিজস্ব প্রতিবেদক :

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে পূর্ব মগনামা হাকিমিয়া দাখিল মাদ্রাসা।

বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা শফিউল আলম নূরী। মোনাজাতে সদ্য প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, মগনামা ইউনিয়ন ওলামা দলের সি: যুগ্ন- আহবায়ক, মাওলানা ওবাইদুল হাকিম জাহেদ, মগনামা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোনাফ, বিশিষ্ট ব্যবসায়ী সাদেক শিকদার, মাদ্রাসাটির অধ্যক্ষ

হাফেজ মাওলানা আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক মাওলানা,নূর ছিদ্দিক,সিনিয়র শিক্ষক মাওলানা তৌহিদুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফোরকান এলাহী,মাওলানা মোহাম্মদ সেলিমসহ আরো অনেকে। 

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ পরিচালনায় অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।

মগনামা হাকিমিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসায় তিন দিন ব্যাপী শোক পালনের ঘোষণা দেন।

পেকুয়ায় লবণ মাঠে তান্ডব আহত-১

পেকুয়ায় লবণ মাঠে তান্ডব আহত-১



 খোরশেদুল ইসলামঃ

পেকুয়ায় লবণ মাঠে তান্ডব চালিয়েছে একদল দুর্বৃত্ত, এসময় হামলায় এক লবণ চাষী আহত হয়েছে। তাকে প্রাথমিক  চিকিৎসা দেওয়া হয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজাখালী ইউনিয়নের দক্ষিণ সুন্দরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম নুরুল আমিন (২৫) তিনি বামলুর পাড়ার আব্বাস উদ্দিনের পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, ৬২ শতক লবণ মাঠ নিয়ে দক্ষিণ সুন্দরী পাড়ায় জুবায়ের আহমদ ও তার ভাই মুহাম্মদ ইউনুস গংদের মধ্যে বিরোধ চলছিল, দীর্ঘ ২০ বছর ধরে এ জমি জুবায়ের আহমদের ভোগ দখলে রয়েছে। তিনি প্রতিবছর লবণ মৌসুমে চাষাদের বর্গা দিয়ে লবণ উৎপাদন করে আসছে, ২০২০ সালের দিকে জুবায়ের এর আপন দুই ভাই আরিফুল ইসলাম ৩৪ শতক ও ইউনুসের ২৮ শতকসহ মোট ৬২ শতক জমি এ দুজনের প্রাপ্ত অংশ জুবায়ের আহমদকে বিক্রি করে। চলতি লবণ মৌসুমে এ জমিসহ জুবায়ের এর আরও কিছু জমি চাষাদের লাগিয়ত করে। ঘটনার দিন সকালে ইউনুস, তার ছেলে ইফাত, তৌহিদসহ আরও কিছু লোকজন লবণ মাঠে হানা দেয়।

 এ সময় তারা লবণ মাঠের লবণ উৎপাদনের জন্য পলিথিন দিয়েছিলো সেগুলো কেটে ফেলে, এমন কি মাঠে উৎপাদিত লবণ পানিতে মিশিয়ে দেয়। খবর পেয়ে জুবায়ের নিযুক্ত লবণ চাষী ইমরান ও রাকিবুল হাসান গিয়ে তাদের বাঁধা দেয়, এসময় উত্তেজিত লোকদের হামলায় নুরুল আমিন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লবণ ব্যবসায়ী শফিউল আলম বলেন, এ জমি প্রায় ২০ বছর ধরে জুবায়ের আহমদের ভোগ দখলো। দুই ভাইয়ের কাছ থেকে জমিও কিনেছে হঠাৎ একদল লোক লবণ মাঠ এসে ব্যাপক তান্ডব চালায় পলিথিন কেটে দেয়। 
এ ব্যাপারে জুবায়ের আহমদ বলেন, জমি আমার দুই ভাইয়ের কাছ থেকে আমি কিছু জমি ক্রয় করি, বিচার শালিসে রায়ও আমার পক্ষে পেশী শক্তির জোরে তারা জমি জবর দখলের চেষ্টা করছে। 
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Monday, December 29, 2025

মনোনয়ন ফরম জমা দিলেন সালাহ উদ্দিন আহমেদ

মনোনয়ন ফরম জমা দিলেন সালাহ উদ্দিন আহমেদ



 খোরশেদুল ইসলামঃ

আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

গতকাল (২৮ ডিসেম্বর ) চকরিয়া উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ইউএনও বরাবর তিনি এই মনোনয়নপত্র জমা দেন।​মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া),মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ,চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার,চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী,পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম,মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশাবাদী। চকরিয়া-পেকুয়ার মানুষই নির্ধারণ করবে তাদের নিরাপদ নেতৃত্ব।

সহকারী রিটার্নিং কর্মকর্তা (চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ) শাহীন দেলোয়ার দৈনিক মেহেদী পত্রিকার প্রতিনিধিকে বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ৪ জন জমা দিয়েছেন একজন, আগামীকাল (২৯ ডিসেম্বর ) মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি কক্সবাজার -১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে বলে জানান নির্বাচন অফিসার

Monday, December 22, 2025

পেকুয়ায় ইজিবাইকের ধাক্কায় সড়ক নারী নিহত

পেকুয়ায় ইজিবাইকের ধাক্কায় সড়ক নারী নিহত


 খোরশেদুল ইসলামঃ


কক্সবাজারের পেকুয়ায় এক মাসের ব্যবধানে আবারো বেপরোয়া ইজিবাইকের (অটোরিকশা) গাড়ির ধাক্কায় ১ মাস যেতে না যেতে মোছাঃ ছেনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়ার বাসিন্দা ও পেকুয়া বাজার শুঁটকি মাছ ব্যবসায়ী রাহমত উল্লাহের স্ত্রী।


রোববার (২১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে পেকুয়া বাজারের পশ্চিমে পাশে (পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়া) মামা-ভাগিনার দোকান সংলগ্ন এলাকায় এ  মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানায়, দুপুর ২ টার দিকে ছেনুয়ারা বেগম বানৌজা সড়ক পারাপারের সময় পেকুয়া বাজার মুখী দ্রুতগতির ইজিবাইক (অটোরিকশা) তাকে সজোরে ধাক্কা দিয়ে নিয়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিশুক গাড়ির ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন ঘটনার পর চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।


এ বিষয়ে পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.খাইরুল আলম জানান, ইজিবাইকের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি আমরা তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি,নিহতের পরিবারের কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।