আসন্ন মগনামা এলিট একাডেমি ফুটবল টুর্ণামেন্ট"২৬ এর চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আজ সকালে খেলার মাঠটি সশরীরে পরিদর্শন করেছেন পরিচালনা কমিটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
মগনামার প্রাণ কেন্দ্রে অবস্হিত মগনামা উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন মগনামা এলিট ফুটবল একাডেমির পরিচালক মাহমুদুল করিম সোহেল,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন,সাধারন সম্পাদক ইনান আব্বাছী,সাধারন সম্পাদক-২ মোহাম্মদ হাসান,অর্থ সম্পাদক ফয়জুল করিম মিয়া,সকল সদস্য এবং মগনামা এলিট ফুটবল একাডেমির সদস্যবৃন্দ।
পরিদর্শনের মূল বিষয়বস্তু:
পরিদর্শনকালে কর্মকর্তারা মাঠের ঘাস, গোলপোস্টের অবস্থা এবং মাঠের সীমানা প্রাচীর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। মাঠের পাশাপাশি দর্শকদের বসার স্হান, খেলোয়াড়দের ড্রেসিংরুম এবং স্টেইজ,গেইট এবং খেলোয়াড়দের বসার স্হান,জরুরি প্রাথমিক চিকিৎসা বুথের জন্য নির্ধারিত স্থানগুলোও খতিয়ে দেখা হয়।
কর্মকর্তাদের বক্তব্য:
মাঠ পরিদর্শন শেষে এলিট ফুটবল একাডেমির পরিচালক বলেন:
আমরা চাই একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট উপহার দিতে। মাঠের বর্তমান অবস্থা সন্তোষজনক। তবে মাঠের কিছু নিচু জায়গায় মাটি ভরাট এবং গোলবারের রঙের কাজ আগামীকালের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, ফুটবলপ্রেমীরা একটি সুন্দর পরিবেশে খেলা উপভোগ করতে পারবেন।"
টুর্নামেন্ট সম্পর্কে তথ্য:
উল্লেখ্য যে, আগামী ০৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে এলিট ফুটবল একাডেমির সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।
মাঠের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ফুটবল প্রেমীরাও। তারা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকায় নতুন ফুটবল প্রতিভার বিকাশ ঘটবে।







