Previous
Next

সর্বশেষ

Tuesday, April 29, 2025

আকাশসীমা লঙ্ঘন, ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান

আকাশসীমা লঙ্ঘন, ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান


 কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার ভেতরেই আজাদ কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-তে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী—এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কাশ্মিরের ভিম্বার জেলার মানওয়ার সেক্টরে ভারতীয় ওই কোয়াডকপ্টার ড্রোনটি ভূপাতিত করে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ জানিয়েছে, “পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন প্রতিহত করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টার সফলভাবে ভূপাতিত করেছে।”

নিরাপত্তা সূত্র জানায়, “শত্রু পক্ষ নজরদারি চালানোর চেষ্টা করেছিল, যা পাকিস্তান সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপে ব্যর্থ হয়।”

পাকিস্তান সেনাবাহিনী ড্রোন ভূপাতিত করার এই ঘটনাকে নিজেদের সতর্কতা, পেশাদারিত্ব ও প্রতিরক্ষাগত প্রস্তুতির প্রমাণ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে জানানো হয়, শত্রুদের যেকোনও আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। আর দেশ ও জনগণ পুরোপুরি সেনাবাহিনীর পাশে রয়েছে।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মিরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটিকে ২০০০ সালের পর কাশ্মিরে অন্যতম ভয়াবহ হামলা বলা হচ্ছে। হামলার জন্য ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে আঙুল তুলেছে।

পাকিস্তান এ ধরনের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এই উত্তপ্ত পরিস্থিতিতে সংলাপ ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), চীন, তুরস্ক, ইরান, সৌদি আরব ও জাতিসংঘসহ বেশ কয়েকটি দেশ।

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু


 কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে মোঃ তারেক (২৮) নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মোঃ তারেক ওই গ্রামের মোঃ সৈয়দের ছেলে। পেশায় তিনি একজন লবণ মাঠের শ্রমিক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী দৈনিক পেকুয়ার আলোকে জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে মোঃ তারেক বাড়ি থেকে লবণ মাঠে কাজ করতে যান। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে লবণ মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, গোমাতলীতে লবণ মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  আজ সেই ভয়াবহ ২৯ এপ্রিল

আজ সেই ভয়াবহ ২৯ এপ্রিল




১৯৯১ সালের এই দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ দিন। "ম্যারি এন" নামক প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও  জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়েছিল কক্সবাজার সহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকা।


এ বিধ্বংসী ঘূর্ণিঝড়কালীন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০০-২৫০ কিলোমিটার। জলোচ্ছ্বাসে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬.১ মিটার। এ ঘূর্ণিঝড় কেড়ে নেয় উপকূলের দেড় লক্ষাধিক মানুষ, পশু-পাখির জীবন। সরকারি হিসেবে কক্সবাজার জেলায় নিহত হয় ৫০ হাজার মানুষ। শুধু প্রাণহানী নয়, জলোচ্ছ্বাসের মাত্রা এতই ব্যাপক ছিলো অসংখ্য বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, জনপথ, বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা বিধ্বস্ত হয়ে যায়।


ভয়াবহ এইদিনে কক্সবাজার-সহ  সারাদেশে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি,


হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন।

Monday, April 28, 2025

যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু


 রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে হুমায়ুন (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কর্মরত ছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচ তলায় গেটের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। তবে সে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, হুমায়ুন দয়াগঞ্জের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ওই ভবনের নিচ তলায় গেটের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আমরা তাকে পাই। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে।

৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে ১ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে ১ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ


খুলনা প্রতিনিধিঃ

 মাত্র ৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে গোপালগঞ্জের মুকসুদপুরে গাছপালা ভেঙে ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ কালবৈশাখী ঝড় হয়।

মুকসুদপুর উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিটে ঝড়ে মুকসুপুর উপজেলার দাসেরহাট থেকে পুরাতন মুকসুদপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় মহাসড়কের পাশের বিভিন্ন ধরনের ৩০ থেকে ৪০টি গাছপালা ভেঙে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে অ্যাম্বুলেন্সসহ অসংখ্য যানবাহন আটকা পরে। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দাসেরহাট এলাকার বাসিন্দা পরেশ বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিটের ঝড়ে মহাসড়কের পাশের গাছপালা ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছ কেটে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে


 ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে (৬৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার নিম্ন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত।

এর আগে গতকাল রোববার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জাফর আলম সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান তিনি। জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৫-১৬টি মামলা হয়েছে।

আনসার বাহিনীর সাবেক ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

আনসার বাহিনীর সাবেক ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে


 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগপত্রে অনিয়ম, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, যৌন হয়রানিসহ বেআইনি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযুক্ত সাবেক পাঁচ শীর্ষ কর্মকর্তা হলেন: ১. মো. ফখরুল আলম – উপমহাপরিচালক (সাময়িক বরখাস্ত)। ২. সৈয়দ ইফতেহার আলী – অতিরিক্ত পরিচালক (সাময়িক বরখাস্ত)। ৩. মুহাম্মদ মেহেদী হাসান – পরিচালক (সাময়িক বরখাস্ত)। ৪. এ কে এম মিজানুর রহমান – সাবেক এডিজি (অবসরপ্রাপ্ত)। ৫. মো. ফিরোজ খান – সাবেক এডিজি (অবসরপ্রাপ্ত)

অভিযোগগুলো ২২ এপ্রিল দুদক চেয়ারম্যানের দফতরে আনুষ্ঠানিকভাবে দাখিল হয়েছে। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগপত্রটি গ্রহণ করে তা যাচাই-বাছাই শুরু হয়েছে। 

দুদকে অভিযোগের ব‍্যাপারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, 'আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাপূর্ণ এবং জাতির নিরাপত্তা ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান। সম্প্রতি বাহিনীর কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত অভিযোগ আমাদের দুঃখিত এবং বিস্মিত করেছে।

এই অভিযোগসমূহ যদি সত্য হয়, তবে তা বাহিনীর শুদ্ধ মানসিকতা ও গৌরবময় ঐতিহ্যের পরিপন্থী। আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)—এর বিষয়ে যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা সম্পূর্ণ এই কার্যক্রমকে সহযোগিতা করবো।'

তিনি আরও জানান, 'বাহিনীর বর্তমান নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে চলছে এবং ভবিষ্যতেও যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে। আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।'