নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ও বসুন্ধরা কিংসের সাবেক অধিনায়ক, দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার সন্তান তৌহিদুল আলম সবুজ।
শনিবার (২ আগস্ট) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সভাপতি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইটেল ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু এই কমিটির অনুমোদন দেন।
ফুটবলের প্রতি দীর্ঘদিনের নিবেদন ও কক্সবাজারসহ দেশের ক্রীড়াঙ্গনে তার অবদানের স্বীকৃতি স্বরূপ সর্বসম্মত সিদ্ধান্তে তৌহিদুল আলম সবুজ কে সভাপতি নির্বাচিত করা হয়।
তৌহিদুল আলম সবুজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ফুটবল খেলে দেশের সুনাম অর্জন করেছেন। বসুন্ধরা কিংসের অধিনায়ক থাকা অবস্থায় তিনি দলকে একাধিক শিরোপা উপহার দেন। তার নেতৃত্বে কক্সবাজারের ফুটবল আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।
সমিতির নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করে খেলোয়াড়দের অধিকার সংরক্ষণ ও জেলা পর্যায়ের ফুটবল উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।