রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রুবেল চাকমা (২৫) নামে এক প্রতারককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। রুবেল চাকমা নিজেকে আনসার, র্যাব-পুলিশ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছিল। রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার সন্তান বলে জানা গেছে।
প্রতারক রুবেল চাকমা আনসার, র্যাব, পুলিশ বাহিনীর পোশাক পড়ে ছবি তুলে নিজের ফেইসবুকে ছড়িয়ে নিজেকে ওই সব বাহিনীর একজন সদস্য পরিচয় দিয়ে মানুষের সাথে নানা ভাবে প্রতারণা করেছে।
সরকারি বাহিনীর সদস্য পরিচয়ের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করে নানান জনকে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। অবশেষে শেষ রক্ষা হয়নি রুবেল চাকমার। এই প্রতারককে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম আটক করতে সক্ষম হয়েছে। রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট অফিসার মো. আনোয়া হোসেন বিপিএম, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট মো: আনোয়া হোসেন-বিপিএম এর নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার জাহেদ-এর নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
জেলা কমাড্যান্ট মো. আনোয়ার হোসেন (বিপিএম) জানান, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।
তার এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা তার সঙ্গে চাকরির জন্য যোগাযোগ করেন। পরে তারা তাকে মোট সাড়ে ৫ লাখ টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।
তাদের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা প্রায় এক মাস ধরে রুবেল চাকমার ওপর নজরদারি চালায়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলেও জানিয়েছে আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল চাকমার এ ধরনের প্রতারণার বিষয়টি নজরে আসার পর ২৮ জুলাই ২০২৫ বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি’র অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়। সেখানে বলা হয়, বাহিনীর নাম, ইউনিফর্ম, পদবি বা কর্মকর্তার পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক লেনদেন, সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব কিংবা কোনো রকম প্রলোভন দেখালে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ার অনুরোধ জানানো হয়।ভিডিওতে রুবেল চাকমার প্রতারণা সম্পর্কে জানানো হয়, রুবেল চাকমা নিজেকে কখনো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহি, কখনো ল্যান্স নায়েক, আবার কখনো সদ্য পদন্নোতি প্রাপ্ত হাবিলদার কিংবা বাহিনীর উপপরিচালক পরিচয়ের মাধ্যমে তার প্রতিবেশী এক চাকমা তরুণীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
ভিডিওর তথ্যে আরো জানানো হয়, রুবেল চাকমা কখনো ৩১ আনসার ব্যাটালিয়নের, আবার কখনো ১৬ আনসার ব্যাটালিয়নের সদস্য পরিচয় দিয়ে, বাহিনীর নাম, পোশাক, ব্যাজ, মেডেল ও ক্রেস্টের ছবি ব্যবহার করে মেয়েটির আস্থা অর্জন করে। তবে প্রকৃতপক্ষে রুবেল চাকমার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। সে একজন প্রতারক, যার কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত এবং আইনবিরোধী।
বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করে ভিডিওতে জানানো হয়, এ ধরনের প্রতারকদের সম্পর্কে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। বাহিনীর নাম, ইউনিফর্ম, পদবি বা কর্মকর্তার পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক লেনদেন, সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব কিংবা কোনো রকম প্রলোভন দেখালে, সেক্ষেত্রে তথ্য যাচাই করা এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ার অনুরোধ জানানো হয়।