Wednesday, December 17, 2025

পেকুয়ার উজানটিয়ায় লবণ মাঠ দখল চেষ্টার অভিযোগ


পেকুয়া প্রতিনিধি: 


কক্সবাজারের পেকুয়ায় শতাধিক ভাড়াটিয়া মাস্তান দিয়ে দেশিয় অস্ত্রের মহড়ায় লাবণ মাঠ দখলের অভিযোগ উঠেছে। 

গত ১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলুয়ারপাড়ার পূর্ব পাশে লবণ মাঠ দখলকে নিয়ে উত্তেজনা ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মধ্যম উজানটিয়া ফকির পাড়া এলাকার মৃত মমতাজুল ইসলামের পুত্র আতিকুর রহমান বাদী হয়ে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 


অভিযোগ সুত্রে জানা যায়, উজানটিয়া মৌজার বিএস ৬৭ নং খতিয়ানের ৪০ শতক জমি মধ্যম উজানটিয়া ফকিরপাড়া গ্রামের মৃত মমতাজুল ইসলাম খরিদাসুত্রে দীর্ঘদিন ভোগ দখলে ছিল। তিনি মৃত ফয়েজ আহমদের পুত্র নুর আলম হইতে বিগত ২০১৭ ইং সালে ১৭১৩ নং কবলামূলে ক্রয় করে শান্তির্পূর্ণভাবে লবণ চাষাবাদ ভোগদখল করে আসছিল। উক্ত জমি আতিকুর রহমানের নামে জমাভাগ খতিয়ান সৃজিত হয়। উক্ত জমিতে বিবাদী মৃত আমিরুজ্জামের পুত্র মনিরুল ইসলাম মানিক গং ভোগদখলে ছিল না। দিয়ারা জরিপ ভূল হওয়ায় সংশোধনের জন্য বিজ্ঞ সহকারী জজ আদালতে অপর মামলা নং ২৬৪/২৫ রুজু করি। যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। এ দিকে বিবাদীগণ মামলা চুড়ান্ত না হওয়ার পূর্বে উক্ত বিরোধীয় জমিতে অনধিকার প্রবেশ জবর দখলের চেষ্টার পায়তারা করছে। উক্ত জমি থেকে দখলচ্যুত করার জন্য নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। এর জের ধরে গত রবিবার সকাল ১০ টার দিকে বিবাদীগণ ৮০-৯০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বিরোধীয় জমি জবরদখল চেষ্টা চালায়। এতে বাধা দিলে বাদী আতিকুর রহমানকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বিবাদীগণ দৌড়াইয়া নিয়ে যায়। বিবাদীগণ প্রকাশ্যে প্রাণে হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি দেয়। উক্ত জমি দখল বেদখল নিয়ে যে কোন ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।


পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক সুনয়ন বড়ুয়া জানান, দুপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। পরবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে দেখা উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এবং দু-পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


শেয়ার করুন