Wednesday, October 1, 2025

মগনামা ইউনিয়নের মগঘোনার অবহেলিত রাস্তা যেন দেখার কেউ নেই


 মগনামা ইউনিয়নের অবহেলিত জনপদের নাম মগঘোনা ৫ নাম্বার ওর্য়াড়ের মহুরীপাড়া কবরস্থান থেকে মেম্বার আলমগীর এর বাড়ি পর্যন্ত প্রায় ১২ শত মানুষের একমাত্র সড়কের বেহালদশা। 

দেখার কেউ নাই এই রাস্তা সংস্কারের সাধারণ  মানুুষের দূর্ভোগের শেষ নেই তবুও আমাদের মানুষের কষ্ট যেন দেখেই জনপ্রতিনিধি দেখেই দেখে না।বিগত ২০০৮ সালের পরে এই রাস্তার একবার কাঁদা মাটির থেকে একজন সাবেক মেম্বার ও সাবেক চেয়ারম্যান সাহেবের চোখে পড়েছিলো কিন্তু এতদিন গাড়ি চলাচলে এখন মাটি উপর আর ব্রিক সলিন বসেনি তাই বলতে গেলেই ব্রিকের কোন অস্তিত্ব নেই।

এই মগঘোনা দদরিয়াঘোনার ছাত্র/ছাত্রীদের এই কাদামাটি পার করে তাদের শিক্ষা অর্জন করতে যেতে হয় মগনামা উচ্চ বিদ্যালয়, মধ্য মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মগনামা শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসা আসেপাশে কিন্ডার গার্ডেন যেতে হয়,অনেক সময় পা পিছলে বই/খাতা কাপড়চোপড় নষ্ট করে বাড়িতে ফিরতে। 

রাস্তার এমন এক অবস্থা একজন অসুস্থ রোগী গাড়িতে করে চলাচল উপযোগী নেই, তাই পুরানো পদ্ধতিতে নিয়ে যেতে হয় দোলনা করে। অত্র ওয়ার্ড়ের অনেক সচেতন মানুষের সাথে এই প্রতিনিধির কথা হয় তারা আক্ষেপ করে বলে এত, মানুষের এত ভাগ্য পরিবর্তন হয় কিন্তু আমাদের হাঁটাচলার অবস্থান পরিবর্তন হয় না।সেই বৃটিশ আমলে আমরা থেকে গেছি।

কত নির্বাচন গেলো সরকার পরিবর্তন হলো কিন্তু অভাগা জনগণের রাস্তা সংস্কার হলো না,দিনশেষে রাস্তা পরিবর্তন হয় না কাদামাটি উপর দিয়ে এই মগঘোনা দরদরিয়াঘোনার মানুষের হাঁটাচলার রাস্তা পরিবর্তন হয় না। এই অবহেলিত জনপদের মানুষগুলোর যাতায়াতের রাস্তার উন্নতি হয়নি, একটু বৃষ্টি হইলেই পায়ে জুতা আবার প্যাকেট করে খালি পায়ে চলাচল করতে হয়।

সরকার গেলো এই অবহেলিত জনপদের মানুষগুলোর যাতায়াতের রাস্তার উন্নতি হয়নি, একটু বৃষ্টি হইলেই পায়ে জুতা আবার প্যাকেট করে খালি পায়ে চলাচল করতে হয়।

ভোট আসলেই  মেম্বার/চেয়ারম্যান সাহেবদের কতশত প্রতিশ্রুতি পাওয়া যায়, এই জনপদের মানুষগুলো তাদের উপর বিশ্বাস করে আবার সপ্ন দেখে অত্র এলাকার বাসিন্দারা।  আমাদের আর কাদামাটি পার হয়ে যাতায়াত করতে হবে না।ভোট শেষ জনগনকে দেখানো সপ্ন শেষ, রাস্তা আর সংস্কার হয় না।

এখন সংস্কারের অভাবে এই রাস্তার অস্তিত্ব বিলিন হতে চলেছে, যেন অত্র ওয়ার্ড়ের কোন জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নেই।

স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে দাবি জানাচ্ছে, অতি শিগ্রি রাস্তায় সংস্কার করে চলাচল উপযোগী করে দিতে, অন্যতায় তারা রাস্তার জন্য আন্দোলন কর্মসূচি দিবে।


শেয়ার করুন