কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড় বৈদ্যপাড়ায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির টহলদলের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় মোট ১,১৪,৮৮০ (এক লক্ষ চৌদ্দ হাজার আটশত আশি) প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, গত ০১ জুলাই থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সীমান্ত এলাকায় টানা অভিযানের অংশ হিসেবে বৈরী আবহাওয়ার মাঝেও সহকারি পরিচালক(এডি) আল আমিনের নেতৃত্বে চৌকস টহলদল সফলভাবে চোরাচালানবিরোধী এই অভিযান চালায়।
স্থানীয় সচেতন মহল বিজিবি'র এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, বিজিবির এই ধরনের তৎপরতায় সীমান্ত এলাকা অনেকটাই নিরাপদ হচ্ছে। মাদক ও চোরাচালান দমনে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন।