Monday, June 23, 2025

চেকপোস্টে থামেননি বাইক চালক, ধরতে গিয়ে ট্রাকচাপায় পা হারালেন কনস্টেবল


 চট্টগ্রামে চেকপোস্টে সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় এক মোটর সাইকেল চালককে ধরতে গিয়ে এক পুলিশ সদস্য ট্রাকচাপায় পা হারিয়েছেন।

লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় রোববার এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম জানিয়েছেন।

ট্রাকেরচাপায় পা হারানো পুলিশ সদস্যের নাম মো. আলাউদ্দিন; তিনি লোহাগাড়া থানায় কনস্টেবল।

এই ঘটনাটি সামনে এসেছে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে।

তবে এই দুর্ঘটনার সূত্রপাত সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় বাইক চালককে আরেক পুলিশের ধাক্কা দেওয়ার ঘটনা ঘিরে। বাইক চালককে ধাক্কা দেওয়া পুলিশ মনছুরও লোহাগাড়া থানায় কনস্টেবল।

স্থানীয়রা জানিয়েছে চুনতী হাজী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়েছিল লোহাগাড়া থানা পুলিশের একটি দল।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মহাসড়কের এক পাশে পুলিশের একটি দল দাঁড়িয়ে ছিল। সে সময় ধীর গতিতে একটি ট্রাক অতিক্রম করছিল, ট্রাকের পেছনে ছিল একটি মোটর সাইকেল। রাস্তার পাশে পানির বোতল হাতে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য ট্রাকের পেছনে থাকা মোটর সাইকেলকে থামার সংকেত দেন।

ওই সময় সাদা পোশাক পরা এক পুলিশ সদস্য দৌঁড়ে রাস্তার অপরপ্রান্তে যায় মোটর সাইকেলটি আটকাতে। কিন্তু মোটর সাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। তার পেছনে থাকা আরেকটি একটি মোটর সাইকেল ছিল। পুলিশ সদস্যরা দ্বিতীয় মোটরসাইকেলটিকে থামার সংকেত দিল চালক মোটর সাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন।

ওই সময় মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য দৌঁড়ে গিয়ে মোটর সাইকেলের পেছনে বসা যুবকে ধাক্কা দিলে মোটর সাইকেলটি ট্রাকের পাশে পড়ে যায়।

তখন আগের মোটর সাইকেল ধরতে রাস্তার বিপরীতে যাওয়া পুলিশ সদস্য দৌঁড়ে এসে মোটর সাইকেল চালককে জড়িয়ে ধরার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাকার নিচে তিনি চাপা পড়েন।

ভিডিওতে দেখা গেছে ট্রাকের নিচ থেকে আহত পুলিশ সদস্যকে বের করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম পেকুয়ার আলোকে ,বলেন “মাদক পাচারের খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ একটি দল সেখানে মোটর সাইকেল তল্লাশির জন্য চেকপোস্ট স্থাপন করে।

“এসময় সংকেত অমান্য করে মোটর সাইকেল চালক চলে যাবার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাপায় আমাদের এক সদস্য আহত হয়েছেন।”

পুলিশ সদস্যের ধাক্কা দেওয়ার বিষয়ে তিনি বলেন, “যিনি ধাক্কা দিয়েছেন বিষয়টি তিনি ‘প্রফেশনালি ট্যাকল’ করতে পারেননি। আমরা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।“

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন রোববার রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল।

“রাতে তার অস্ত্রপচার হয়েছে। একটি পায়ের গোড়ালি কেটে ফেলা হয় তার।“


শেয়ার করুন