Wednesday, April 2, 2025

ঈদের দ্বিতীয় দিন ঈদের ছুটি কাটাতে মগনামাঘাটে পর্যটকদের ভিড়


 নিজস্ব প্রতিবেদকঃ

ঈদের ছুটি কাটাতে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবার নিয়ে সমুদ্রের  সৌন্দর্যের লীলাভূমি পেকুয়া উপজেলার সমুদ্রের তীরবর্তী মগনামা ইউনিয়নের মগনামা সাবমেরিন ঘাটি ও মগনামা ঘাট দেখতে স্পটগুলোতে ছুটে এসেছেন হাজারো পর্যটকরা। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের ঢল নেমেছে । 

মঙ্গলবার (১ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটাতে পর্যটন স্পট দেখতে ঘুরতে কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন দম্পতি আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে।

তারা সবাই স্মৃতিমানসে ধরে রাখার লক্ষ্যে সেলফিবন্দি হচ্ছেন।  স্পট মধ্যে এবার সমুদ্রের বেরিবাদ ও সন্ধ্যায় সূর্য আস্ত  ছিল চোখে পড়ার মতো।

চকরিয়া থেকে বেড়াতে আসা মো. সাইফুল আলম নামের একজন বলেন, আমি প্রথমবার এই মগনামা পর্যটক এলাকা দেখতে এসেছি। ঈদের মধ্যে আত্মীয়-স্বজনদের নিয়ে এমন সুন্দর জায়গাগুলোতে ঘুরতে ভালোই লাগে।



যারা এখানে কখনো আসেনি তারা এখানে না আসলে এই সৌন্দর্য উপভোগ করার শান্তিটা বুঝতে পারবে না। সত্যি বলতে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি।

আজিজনগর থেকে আসা আরেক পর্যটক তানিয়া নামের আর এক পর্যটক বলেন, সমুদ্রের পাশ ঘেয়ে বেরিবাদ একপাশে ধান খেত অপর পাশে সমুদ্রের মাঝে নৌকা দেখতে ভালো লাগার মতো। আমি ভিডিওতে দেখেছি অনেকবার তাই এইবার এসেই পড়লাম কিন্তু ঈদ উপলক্ষে অনেক বেশি ভিড়, এতো এতো মানুষের ভিড়ে অনেক কিছুই উপভোগ করা মিস করছি মনে হচ্ছে তবে এখানে বার বার আসতে মন চাইবে।

অপর পর্যটক আসিফ হাসান পরিবার নিয়ে এসেছেন। তিনি বলেন, সত্যিই চমৎকার জায়গা এই সম্ভবনাময় পর্যটন রয়েছে। কেউ আসলে বলতে পারবে না যে ভালো লাগেনি।

স্থানীয় বাসিন্দা আজগর আলী বলেন, বছরের সারাটা সময়ই দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পর্যটকদের আনাগোনা থাকে কিন্তু বছরের দুটি ঈদে এখানে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। এই পর্যটন সম্ভবনাময় বেসরকারি ভাবে উদ্যোগ নিয়ে সংস্কার করলে মানুষ পর্যটক বাড়বে এবং এখানে স্থানীয়দের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন এইবার ঈদে ছুটি বেশি তাই মানুষ ঘোরাফেরার সুযোগ পেয়েছে।

আজকেও পর্যটকের ভিড় অনেক। আগামীকাল আরো বাড়বে মনে হচ্ছে।


শেয়ার করুন